Advertisment

কোমর জলে নেমে আহত পেঁচাকে উদ্ধারে প্রাণপাত, উদারতায় মন জয় যুবকের

পোস্টটি ১৬ লক্ষ ভিউয়ের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
man, owl, rescue video, viral video, trending, trending stories,

কোমর জলে নেমে আহত পেঁচাকে উদ্ধারে প্রাণপাত, উদারতায় মন জয় যুবকের। সোশ্যাল মিডিয়া মানেই চমকের ছড়াছড়ি। এমন অনেক ভিডিও মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যা আমাদের সকলের মন ভাল করে। আহত প্রাণী উদ্ধারে এগিয়ে আসেন অনেকেই। নিজের জীবনের পরোয়া না করেই উদ্ধারে প্রাণপাত করতে দেখা যায়। এমন অসংখ্য ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যা মুহূর্তেই মানুষের মন জয় করে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই এক ভিডিও যাতে এক ব্যক্তিকে আহত পেঁচাকে উদ্ধারে প্রাণপাত করতে দেখা যায়। রেসকিউ ক্লিপ দাবানলের মত ভাইরাল হয়েছে।

Advertisment

ভিডিওটি টুইটারে শেয়ার করা হয়েছে এবং এতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি একটি আহত পেঁচাকে উদ্ধারের চেষ্টায় প্রাণপাত করতে দেখা যায়। গাছের ডালের জটে পেঁচার ডানাটি আটকে যায়। দীর্ঘক্ষণ পেঁচাটি সেই জট ছাড়াতে চেষ্টা করেও ব্যর্থ হয়। গাছের ডাল থেকে পেঁচাটি খুবই বিপজ্জনকভাবে ঝুলে ছিল।

ভিডিওতে দেখা যায় লোকটি খরস্রোতা নদী পেরিয়ে ধীরে ধীরে পেঁচার কাছে যায় এবং তাকে মুক্ত করার চেষ্টা করেন। তিনি পাখিটিকে একটি নেট জাতীয় কিছুর সাহায্যে উদ্ধার করে এবং ডালের সাহায্যে পেঁচাটিকে উদ্ধার করেন। এরপর তিনি আহত ওই পেঁচাটিকে শুশ্রুষা প্রদান করতে দেখা যায়। পোস্টটি ১৬ লক্ষ ভিউয়ের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। উদ্ধারের ভিডিও ভাইরাল হতেই নেটদুনিয়ায় প্রশংসার ঝড়।

Viral Video
Advertisment