বাড়িতে ছিলেন না, সেই ফাকে রান্নাঘর সহ গোটা বাড়িতে তাণ্ডব করেছে দুই বিশাল অজগর

নকল সিলিংয়ের মধ্যে দিয়ে যাতায়াত করার সময় ভেঙে পড়ে যায়। অন্যজন,কে খুঁজে পাওয়া গিয়েছে শোয়ার ঘর থেকে।

নকল সিলিংয়ের মধ্যে দিয়ে যাতায়াত করার সময় ভেঙে পড়ে যায়। অন্যজন,কে খুঁজে পাওয়া গিয়েছে শোয়ার ঘর থেকে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অস্ট্রেলিয়ার বাসিন্দারা সাপের সঙ্গেই বসবাস করেন। কারণ, ওই দেশে সাপের উত্্পাত বড় বেশি। কখনও বাড়ির নিচে তাদের বাস বা কখনও দেওয়ালের মাঝে বা বাথরুমে। হামেশাই, এইরকম খবর দেখা যায় সে দেশে। সম্প্রতি এরকমই এক ঘটনার মুখোমুখি হয়েছেন অস্ট্রেলিয়ান এক ব্যক্তি। তিনি বাড়িতে ছিলেন না। যখন তিনি বাড়ি ফিরে আসেন, দেখেন রান্নাঘর তছনছ হয়ে গিয়েছে, ভেঙে পড়েছে সিলিং। গোটা বাড়ি লন্ডভন্ড।

Advertisment

এরপর বাড়ির ভিতরে প্রবেশ করতেই আঁতকে ওঠেন তিনি। বাড়ির মধ্যে রয়েছে বিশালাকার দুটি অজগর সাপ। সর্প বিষধররা মনে করছেন, এই দুই সাপ বাড়ির মধ্যে রীতিমত লড়াই করেছে। পাশাপাশি নকল সিলিংয়ের মধ্যে দিয়ে যাতায়াত করার সময় ভেঙে পড়ে যায়। অন্যজন,কে খুঁজে পাওয়া গিয়েছে শোয়ার ঘর থেকে।

Advertisment

I’m am so amazed at the amount of attention this job has had around the world. Frist Courier Mail then live chat with...

Posted by Brisbane North Snake Catchers and Relocation 24hrs 7days 0449922341 on Wednesday, 2 September 2020

viral viral news