/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/stunt.jpg)
টেনিস নেটের ওপর দিয়েই সাইকেল চালানো দেখে অবাক সকলে ,'ব্যালেন্স মাস্টারের' সেরা কীর্তি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় হামেশাই স্টান্টের একাধিক ভিডিও ভাইরাল হয়। এমন কিছু স্টান্ট সত্যিই মানুষকে অবাক করে। তবে সম্প্রতি যে স্টান্ট দেখিয়েছেন যুবক তা দেখে সকলেই অবাক। ভাইরাল ভিডিওতে এক ব্যক্তিকে টেনিসের নেটের ওপর সহজেই সাইকেলে ভারসাম্য বজায় রাখতে দেখা যায়। ভিডিও দেখে সকলেই অবাক।
ভাইরাল হওয়া ভিডিওতে, দেখা যাচ্ছে এক ব্যক্তি সাইকেলে চড়ে টেনিস নেটের ওপর স্টান্ট দেখাতে শুরু করেন। ব্যক্তির ব্যালেন্স তাক লাগাতে বাধ্য। খুব সহজেই এই স্টান্টটি সম্পন্ন করেছেন তিনি।
Next level! pic.twitter.com/J13o1x8kAl
— The Best (@Figensport) June 12, 2023
ভিডিওটি টুইটারে শেয়ার করা হয়েছে Figensport নামের একটি অ্যাকাউন্ট থেকে। খবর লেখা পর্যন্ত দুই লাখের বেশি মানুষ এটি দেখেছেন এবং অজস্র মানুষ ওই ব্যক্তির এমন স্টান্ট দেখে অবাক হয়ে গিয়েছেন।