New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/cats-163.jpg)
ভিডিওটি ১৯ জুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে শেয়ার করা হয়েছে।
সোশ্যাল মিডিয়ার জগৎটা বড়ই বিচিত্র। কখন কোন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবে তা আগে থেকে বলা খুবই মুসকিল। প্রতিদিন হাজার হাজার ভিডিও’র মধ্যে থেকে গুটি কয়েক ভিডিও মানুষের মন জয় করে। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে গায়ের লোম খাড়া হতে বাধ্য। বিশ্বকে জলবায়ু সচেতনতার বার্তা দিতে, এক ব্যক্তি 230 ফুট উঁচু উইন্ড টারবাইনে সাইকেল চালিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওতে যে মানুষটিকে উইন্ড টারবাইনে সাইকেল চালাতে দেখা যাচ্ছে ওই ব্যক্তির নাম ড্যান। অভিনব কায়দায় বিশ্বকে সচেতন করতে পেরে ড্যান নিজেও খুব খুশি। এরজন্য ড্যান পুরস্কারও পেয়েছেন। জলবায়ু পরিবর্তনের বিষয়ে সচেতনতা ছড়াতে এই স্টান্ট দেখাতে পেরে ড্যান খুবই খুশি।
Very crazy! Would you dare?pic.twitter.com/VeYABb836l
— Figen (@TheFigen_) June 19, 2023
এই ভিডিওটি ১৯ জুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত 464.1K ভিউ পেয়েছে ভিডিওটি, সেই সঙ্গে হাজার হাজার মানুষ এই ভিডিওটি পছন্দ করেছে। ২৫ সেকেন্ডের এই আশ্চর্যজনক ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, 'এটা পাগলামি, তুমি কি এটা করতে পারবে।' ভিডিওটি দেখে ব্যবহারকারীরা বিভিন্ন প্রতিক্রিয়া দিচ্ছেন। এক ব্যবহারকারী লিখেছেন, 'আমি কখনই এটা করতে পারব না।' আরেক ব্যবহারকারী লিখেছেন, 'এর জন্য অনেক সাহসের প্রয়োজন।'