আবার সে দিন আসিছে ফিরিয়া! মুম্বইয়ে শুরু হয়েছে বর্ষার বৃষ্টি। গত এক সপ্তাহ ধরে মুম্বইয়ের একাধিক জায়গা জলমগ্ন হয়। এ অবশ্য বাণিজ্যনগরীতে নতুন কিছু নয়। ফি বছরের সমস্যা। তা নিয়ে অভ্যাস হয়ে গেছে আম আদমির। কিন্তু বৃষ্টিভেজা রাস্তায় যে দৃশ্য দেখা গেল তা চোখ কপালে তুলেছে সবার।
Advertisment
জাস্ট এ ভাইব নামে একটি ইউটিউব চ্যানেলে একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, অনলাইন ফুড ডেলিভারি সংস্থা সুইগির একজন এজেন্ট ঘোড়ায় চড়ে রাস্তা দিয়ে যাচ্ছেন। তাঁর পিঠে খাবারের ব্যাগ। আন্দাজ করা যায়, তিনি খাবার ডেলিভারি করতেই যাচ্ছেন। জেব্রা ক্রসিং পার করে দিব্যি গাড়ির মাঝখান দিয়ে ঘোড়ায় চড়ে রাস্তা পার হলেন সেই এজেন্ট।
এই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, সুইগির ডেলিভারি বয় এখন ঘোড়ায় চেপে খাবার পৌঁছে দিচ্ছে, মুম্বইয়ে সম্ভব!