New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/cats-82.jpg)
নদীতে বাইক নিয়ে নামলেন এক ব্যক্তি!
এই পুরো দৃশ্য দেখে আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না।
নদীতে বাইক নিয়ে নামলেন এক ব্যক্তি!
নদীতে বাইক নিয়ে নামলেন এক ব্যক্তি! তারপর নদীতে বাইক চালিয়ে দিব্যি চলে গেলেন তিনি। এমনই এক ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে নিজেদের চোখকেও বিশ্বাস করতে পারছেন না ইউজাররা। কীভাবে সম্ভব প্রশ্ন নেটিজেনদের।
সোশ্যাল মিডিয়ায় নানান ধরণের স্টান্টের ভিডিও ভাইরাল হয় মাঝে মধ্যেই। এরমধ্যে এমন কিছু ভিডিও আছে যেগুলি মানুষকে অবাক করে, ভাবতে বাধ্য করে। তেমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে এক বাইক আরোহীকে বাইক নিয়ে নদীতে নেমে তা চালিয়ে নদী পেরিয়ে গন্তব্যে পৌঁছে যেতে দেখা যায়।
The perfect example of "Where there is a will there's a way"
Thoughts about this? Very clever or just very risky? pic.twitter.com/FgYfaFlOtt— MotorOctane (@MotorOctane) April 6, 2023
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটি টুইটারে ‘মোটর অকটেন’নামের একটি পেজ থেকে শেয়ার করা হয়েছে। ভিডিওতে, দেখা যাচ্ছে যে কীভাবে একজন ব্যক্তি আনন্দের সঙ্গে তার বাইকটি নদীতে নামিয়ে দেয় এবং তারপরে তার পালসার বাইকটি একেবারে নদীতে চালাতে শুরু করে। এই পুরো দৃশ্য দেখে আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। ভিডিওটি পোস্ট করার সময় ক্যাপশনে লেখা হয়েছে, "'যেখানে ইচ্ছা, সেখানে উপায় আছে' এর নিখুঁত উদাহরণ। এই বিষয়ে কী চিন্তাভাবনা? খুব স্মার্ট নাকি খুব ঝুঁকিপূর্ণ?" জলে বাইক চালানোর এই স্টান্ট ভিডিও ক্রমশ ভাইরাল হচ্ছে।