পেট্রোল খরচ বাঁচাতে ষাঁড়ের পিঠে চড়েই শহর চষে বেড়ালেন এক যুবক। আর সোশ্যাল মিডিয়ার দৌলতেই সেই বিরল ভিডিও ভাইরাল। ভিডিও দেখে মানুষজনের প্রতিক্রিয়া- ‘ভারতে অসম্ভব বলে কিছু নেই’! সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনই নানান মজার ভিডিও সামনে আসে। এমনই এক ভিডিও দেখে নেটিজেনদের মধ্যে হাসির রোল উঠেছে। ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে রাস্তায় ষাঁড়ের পিঠে চেপেই শহর চষে বেড়াতে।
ভাইরাল ক্লিপটি মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে কুমার গৌরব সিং (@copkumargaurav) শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন-‘ভারতে অসম্ভব বলে কিছুই নেই’! ৫ই মে পোস্ট করা ক্লিপটি এখন পর্যন্ত ২২ লাখের বেশি ভিউ হয়েছে। একই সঙ্গে ভিডিওটি লাইকও করেছেন প্রায় ৩৪ হাজার ইউজার। ভিডিওতে দেখা যাচ্ছে, ষাঁড়ের পিঠে চেপে রাস্তায় বেরিয়ে পড়েছেন এক ব্যক্তি। তিনি ‘কৈলাশপতি নাথ কি জয় বলে’ ষাঁড়টিকে দৌড়াতে বাধ্য করছেন। আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকজন এহেন দৃশ্য দেখে তো একেবারে অবাক।
মজার এই ভিডিওটি দেখার পর হাসির রোল নেটদুনিয়ায়। নেটিজেনরা নানান মজার মন্তব্য করছেন ভিডিওটিতে একজন লিখেছেন- ভারত বলেই এটা সম্ভব। আরেকজন মন্তব্য করেছেন- আত্মনির্ভর হওয়ার প্রথম পদক্ষেপ!