New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/metro.jpg)
করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ভান করে। ঠিক যেমনটা চিনের আক্রান্ত মানুষের সঙ্গে ঘটছে।
করোনা ভাইরাসের আক্রান্ত হওয়ার ভান করে এক যাত্রী। মেট্রোর মধ্যেই মাটিতে আছাড় খেয়ে পড়ে সে। ঘটনায় গ্রেফতার যাত্রী।
বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে ভিডিওটি। ভিডিওতে দেখা গেছে যে একটি লোক মাস্ক পরে হঠাৎই পড়ে যায়। একইসঙ্গে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ভান করে। ঠিক যেমনটা চিনের আক্রান্ত মানুষের সঙ্গে ঘটছে। ভয়ে সিট ছেড়ে উঠে পড়ে যাত্রীরা। পড়িমরি করে সেই স্থান ছাড়ার চেষ্টা করে তারা।
বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে, ওই যাত্রীকে “অপরাধমূলক ঘটনার অভিযোগে” এর ভিত্তিতে আটক করা হয়েছে। দোষী সাব্যস্ত হলে পাঁচ বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে হবে।
Когда пранк вышел из-под контроля!
В Москве задержали шутника, разыгравшего в метро приступ коронавируса. Полиция попросила Черемушкинский суд столицы арестовать молодого человека. pic.twitter.com/fmT17RUijQ
— ВЕСТИ (@vesti_news) February 10, 2020
Read the full story in English