কীর্তিতেই সোশ্যাল মিডিয়ার কুর্সি দখল…! একরত্তিকে বাঁচিয়ে রীতিমত হিরো, দেখুন হাড়হিম ভিডিও

মেয়েটিকে বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নিয়েছিলেন ওই ব্যক্তি।

মেয়েটিকে বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নিয়েছিলেন ওই ব্যক্তি।

author-image
IE Bangla Web Desk
New Update
Viral Video Today,Building Se Girne Lagi Bachi,Miracle Video,Google Trends,Little Girl Viral Video,Suddenly Fell From Building Rare Video,Viral Video,Trending Video,Omg Video"

দেখুন হাড়হিম ভিডিও

দৃশ্য দেখে সকলেই আতঙ্কিত। বহুতল ভবনের জানালার রেলিং ধরে বাইরের দিকে ঝুলছে বছর তিনেকের এক শিশু। এমন পরিস্থিতিতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে শিশুকন্যাটিকে প্রাণে বাঁচান এক ব্যক্তি। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই প্রশংসার ঝড় নেটপাড়ায়।

Advertisment

ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে তিন বছরের একটি মেয়েকে জানালা দিয়ে বাইরের দিকে ঝুলতে দেখা যাচ্ছে। রিপোর্ট অনুসারে জানা গিয়েছে খেলতে কোনভাবে দুর্ঘটনার মুখে পড়ে মেয়েটি। নিজেকে বাঁচাতে মেয়েটি জানালার রেলিং ঝুলতে থাকে সে। ঠিক সেই সময় মেয়েটি সাহায্যের জন্য লোকদের ডাকতে শুরু করে।

এমন সময় অষ্টম তলায় থাকা এক ব্যক্তি তাকে লক্ষ্য করে। তিনি মেয়েটিকে বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নিয়েছিলেন। দক্ষতা ও সাহসের সঙ্গে ওই ব্যক্তি মেয়েটিকে উদ্ধার করেন। তারপরে নিজে কোন মতে বেঁচে ফেরেন।লোকটি যেভাবে মেয়েটিকে বাঁচিয়েছে, তা দেখে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা প্রশংসায় ভরিয়েছেন।

Advertisment

ভিডিওটি কখন এবং কোথায় তোলা হয়েছে সে সম্পর্কে এখনই কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। এই ভিডিওটি unhique_mindset নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও আপলোড করা হয়েছে। একজন ব্যবহারকারী তার প্রশংসা করে লিখেছেন, বাস্তবের নায়ক। আরেক ব্যবহারকারী লিখেছেন, 'তিনি সত্যিকার অর্থে একজন রকস্টার।'

viral