New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/cats-350.jpg)
একবার ভিডিওটি দেখুন। কীভাবে গলায় একটি হলুদ রঙের বিশাল সাপ ঝুলিয়ে রেখেছে লোকটি।
গলায় সাপ ঝুলিয়ে মেট্রোয় ভ্রমণ, ব্যক্তির কাণ্ডে ঘাম ঝরেছে নেটপাড়ার। সাধারণত সাপ দেখলেই মানুষজন তার থেকে কয়েকফুট দূরে থাকেন। এমন পরিস্থিতিতে গলায় সাপ ঝুলিয়ে মেট্রোতে দিব্যি বুক ফুলিয়ে ঘুরতে দেখা গিয়েছে এক ব্যক্তিকে।
সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে একজন ব্যক্তি একটি জ্যান্ত দৈত্যাকার সাপকে গলায় পেঁচিয়ে ভিড় মেট্রোতে উঠে পড়েন। আশ্চর্যের বিষয় হলো, সাপটিকে দেখেও কেউ তাদের আসন থেকে উঠে পালিয়ে যায়নি, ভয়ে চিৎকারও করেনি।
ভিডিওতে সাপটিকে দেখে কোন যাত্রীর মুখেই ভয়ের রেখা ফুটে ওঠেনি। সকলেই যার যার আসনে চুপচাপ বসে থাকতে দেখা গেছে।
একবার ভিডিওটি দেখুন। কীভাবে গলায় একটি হলুদ রঙের বিশাল সাপ ঝুলিয়ে রেখেছে লোকটি। সাপ বারবার জিভ বের করছে। ব্যক্তিটিও সাপটিকে গলায় ঝুলিয়ে দাঁড়িয়ে আছে যেন সে একটি খেলনা নিয়ে ঘুরছে। আশেপাশের লোকজনও সাপটিকে দেখেও ভয় পাচ্ছেন না।
ভিডিওটি টরন্টো মেট্রোর বলা হচ্ছে। এই ভিডিও দেখে ব্যবহারকারীরাও বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন। একজন ব্যবহারকারী বলেছেন, 'এটি বেআইনি হওয়া উচিত'। আরেক ব্যবহারকারী বলেছেন, 'এটি গর্ব করার মতো কাজ নয়।'