New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/cats_94a7b6.jpg)
আপেলে লাল রঙ করতে দেখে চোখ কপালে সকলের। ভাইরাল ভিডিওটি দেখে দিশেহারা মানুষ ।
আপেলে লাল রঙ করতে দেখে চোখ কপালে সকলের। ভাইরাল ভিডিওটি দেখে দিশেহারা মানুষ ।
আপেলে লাল রঙ করতে দেখে চোখ কপালে সকলের। ভাইরাল ভিডিওটি দেখে দিশেহারা মানুষ ।
Viral Video: ব্রাশ হাতে এটা কী করছেন এক ব্যক্তি? চমকে উঠল নেটদুনিয়া। ঝড়ের বেগে ভাইরাল ভিডিও। আপেলে লাল রঙ করতে দেখে চোখ কপালে সকলের। ভাইরাল ভিডিওটি দেখে দিশেহারা মানুষ ।
ভিডিওতে দেখা যাচ্ছে দোকানদারকে হাতে ব্রাশ নিয়ে আপেলকে লাল রঙ করতে দেখা যায়। যা দেখে প্রশ্ন উঠেছে আদৌ কী আমরা তাজা আপেল খাচ্ছি, নাকি ভেজাল আপেলে নিজেদের অজান্তেই শরীরের বাসা বাধছে দুরারোগ্য ব্যাধি।
ডাক্তাররা প্রায়ই রোগ প্রতিরোধে ফল খাওয়ার পরামর্শ দেন। কিন্তু এমন এক ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে যোখ ছানাবড়া সকলের। ফল থেকে সবজী বাজারে ভেজালের রমরমা। শুধু এই ভিডিও দেখুন। এই ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি তার দোকানে রাখা আপেলগুলোকে লাল দেখাতে তাতে লাল রঙ করছেন। যাতে এর বিক্রি বাড়ে। সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে ওই ব্যক্তির ভিডিও।
আরও পড়ুন : < Trending Video: OLA ইলেকট্রিক স্কুটারে সমুদ্র পারাপারের চেষ্টা! মৃত্যুমুখ থেকে ফিরলেন এই ব্যক্তি, দেখুন হাড়হিম ভিডিও >
तैयार हो रही हैं एकदम लाल लाल एपल
रोज एक एपल खाओ, डॉक्टर के पास जाओpic.twitter.com/Ard4kZ66Ab— Arvind Chotia (@arvindchotia) July 3, 2024
ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ @arvindchotia নামে এক ব্যবহারকারী শেয়ার করেছেন। ভিডিওটি শেয়ার করার সময় ব্যবহারকারী ক্যাপশনে লিখেছেন- 'লাল আপেল তৈরি হচ্ছে…প্রতিদিন একটি আপেল খান, ডাক্তারের কাছে যান।'