New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/cats_812487.jpg)
এই ভিডিও আপনাকে নিশ্চিতভাবেই আবেগপ্রবণ করে তুলবে।
এই ভিডিও আপনাকে নিশ্চিতভাবেই আবেগপ্রবণ করে তুলবে।
এই ভিডিও আপনাকে নিশ্চিতভাবেই আবেগপ্রবণ করে তুলবে।
প্রতিটি মানুষের জীবন একে অপরের থেকে আলাদা। প্রত্যেকের জীবনের সমস্যাও আলাদা-আলাদা। কিছু মানুষ বিলাস বহুল জীবন যাপন করে অভ্যস্ত। আবার কিছু মানুষের কাছে পেটের খাবারটুকু জোগাড় করাটাই একটা বড় চ্যালেঞ্জ। কিছু কিছু মানুষের জীবন সংগ্রাম চোখে জল এনে দেয়। তেমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিও আপনাকে নিশ্চিতভাবেই আবেগপ্রবণ করে তুলবে।
ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি হাতে শুকনো রুটি নিয়ে কলতলায় বসেছেন। কল খুলে জলে ভিজিয়ে সেই রুটিটি খাচ্ছেন। ভিডিওটি দেখে মনে হচ্ছে এই রুটিটিও আগের দিনের তৈরি। যার কারণে রুটিটি শক্ত হয়ে গিয়েছে। সেই জন্য কলের জলে রুটিটিকে ভিজিয়ে নিয়ে তা খাবার হিসাবে গ্রহণ করছেন এই ব্যক্তি।
ভিডিওটি মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম X-এ শেয়ার হতেই তা ভাইরাল হয়ে যায়। খবর লেখা পর্যন্ত ভিডিওটি দেখেছেন ১ লাখ ১৯ হাজার মানুষ। ভিডিওটি দেখার পর একজন ব্যবহারকারী লিখেছেন- ' ঈশ্বর দয়া করে এমন দিনের সাক্ষী কাউকে করবেন না'।
एक ग़रीब आदमी अपने बच्चों का पेट पालने के लिए.... रूखी सूखी रोटी भी खा लेता है, पैसे कमाने के लिए बहुत सी मुश्किलों का सामना करता है और फिर आखिर में.... उसकी औलाद उससे कहती है कि :- “आपने किया ही क्या है हमारे लिए...!”💯💔🤐👇👇 pic.twitter.com/vphDgaGx7t
— ًसर्वज्ञ Ψ🗿 (@Sarvagy_) January 21, 2024