শিশুর কান্নার শব্দে ভেলপুরি বিক্রি, সেরা স্টাইলে আপ্লূত খদ্দেররা। এর মধ্যে কেউ একজন ভিডিওটি তার মোবাইলে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। মুহূরতেই ভাইরাল হয়ে যায় ভেলপুরি বিক্রেতার ভেলপুরি বিক্রির সেরা স্টাইল।
ইন্টারনেটের যুগে সকলেই নিজের দক্ষতা বিশ্বদরবারে তুলে ধরতে চান। বাদ নেই রিল মেকার থেকে স্ট্রিট ভেণ্ডাররা। কিছুদিন আগেই কাঁচা বাদাম গান গেয়ে বাদাম বিক্রি করে সোশ্যাল মিডিয়ার লাইম লাইটে আসেন ভুবন বাদ্যকর। তারপর থেকে তাকে আর ফিরে তাকাতে হয়নি। রীতিমত সেলেব হয়ে যান তিনি। এবার এক ভেলপুরি বিক্রেতার অদ্ভুত প্রতিভা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভেলপুরি বিক্রির সময় ক্রেতাদের আকর্ষণ করতে শিশুর কান্নার আওয়াজ তুলে সকলকেই তাক লাগিয়ে দিয়েছেন তিনি। আর তার এই প্রতিভা ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
বর্তমানে, ভেলপুরি বিক্রেতার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলেছে। ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করেছেন ললিত প্যাটেল। এই ভিডিওটি লেখা পর্যন্ত এক লাখ ৩১ হাজারেরও বেশি ব্যবহারকারী লাইক করেছেন। একই সময়ে, ২০ লক্ষের বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে ব্যবহারকারীরা কমেন্টে ব্যক্তির প্রতিভার প্রশংসা করছেন।