Advertisment

চলন্ত ট্রেনেই খান জিভে জল আনা ফুচকা, তাহলে আর অপেক্ষা কীসের! দেখুন ভিডিও

ভিডিওটি ৬১ হাজারের বেশি মানুষ লাইক করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Golgappa Shop In Train,Golgappa Challenge,golgappa recipes,Golgappa In Train,shocking video,man sells pani puri in moving train,pani puri in moving train,man sells pani puri in train,Man sells golgappa in moving local train,Man sells golgappa,Man sells golgappa in train,Viral video,Trending Video,Amazing Video,hilarious video,business of golgappa,business of panipuri,Panipuri,Viral News In Hindi,Viral Video News,zara hatke,ndtv zara hatke videos,news,Social Media,Entertainment News In Hindi,Tv News And Goss

চলন্ত ট্রেনে ফুচকা বিক্রি! মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে, চলন্ত লোকাল ট্রেনে যাত্রীদের তাদের পছন্দের ফুচকা খাওয়াচ্ছেন এক ব্যক্তি। এ সময় ওই ব্যক্তির চারপাশে ভিড় করে ফুচকা খাচ্ছেন যাত্রীরা।  

Advertisment

ফুচকা এমনিতেই সকলের পছন্দ স্ট্রিট ফুড গুলির মধ্যে অন্যতম। এবং সকলের কাছেই অনান্য হরেক আইটেমের চেয়ে স্বাদে সেরা খাবার এই ফুচকা। ফুচকা এমনই একটি খাবার, যার নাম শুনলেই বেশিরভাগ মানুষের জিভে জল চলে আসে। সব বয়সের মানুষের মধ্যেই ফুচকা প্রেম লক্ষ্য করা যায়। সাধারণ ভাবে পথে ঘাটে অথবা পার্কে ফুচকা বিক্রি করতে দেখা যায় বিক্রেতাদের। তবে বর্তমানে এমন এক ভিডিও ভাইরাল হয়েছে যা সকলকেই অবাক করে দিয়েছে। ফুচকা বিক্রির জন্য এক ব্যক্তি বেছে নিয়েছেন লোকাল ট্রেনকে। লোকাল ট্রেনে ফুচকা বিক্রির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।

ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তিকে চলন্ত ট্রেনে ফুচকা বিক্রি করতে দেখা যাচ্ছে। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে, ৭ দিন আগে শেয়ার করা এই ভিডিওটিতে ৬১ হাজারের বেশি মানুষ লাইক করেছেন। যারা ভিডিওটি দেখেছেন তারা বিভিন্ন মজার প্রতিক্রিয়া দিচ্ছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, 'খুঁজে দেখলে মনে হয় না যে হ্যান্ডেল এবং বগির কাঠামো খুব পুরনো এবং এটি মুম্বইয়ের লোকাল ট্রেন নয়, কলকাতার লোকাল ট্রেন।' আরেক ব্যবহারকারী লিখেছেন, 'আজকাল কলকাতার ট্রেনে কুছ ভি হোতা হ্যায়।' তৃতীয় ব্যবহারকারী লিখেছেন, 'উন্নয়নশীল ভারত।' চতুর্থ ব্যবহারকারী লিখেছেন, 'ধন্যবাদ আপনাকে।'

Viral Video
Advertisment