Advertisment

১৬ ঘন্টারও কম সময়ে ২৮৬ টি মেট্রো স্টেশন ভ্রমণ, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ে নজির যুবকের

উদ্দেশ্য ছিল দিল্লি মেট্রোকে বিশ্বের সেরা মেট্রো হিসাবে দেখানো।

author-image
IE Bangla Web Desk
New Update
delhi man, delhi metro, viral video, trending video, 286 Delhi Metro stations

দিল্লি মেট্রোতে প্রতিদিন লাখ লাখ মানুষ যাতায়াত করেন। দিল্লি মেট্রোর মোট ২৮৬টি স্টেশন রয়েছে যেখানে প্রতিদিন প্রায় ১৭ লাখ যাত্রী যাতায়াত করেন। শশাঙ্ক মনু মাত্র ১৫ ঘন্টা ২২ মিনিটে দিল্লির ২৮৬ টি মেট্রো স্টেশন ভ্রমণ করে বিশ্ব রেকর্ড করেন। সোশ্যাল মিডিয়ায় তার এই সেরা কীর্তি ভাইরাল হয়েছে।

Advertisment

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সার্টিফিকেট তিনি হাতে পেয়েছিলেন চলতি বছর এপ্রিলেই। তিনি জানিয়েছেন, 'করোনা মহামারীর মধ্যেই তিনি এই অনন্য রেকর্ডের আইডিয়া পান। লকডাউনের পরে মেট্রোয় সাধারণের যাতায়াতের অনুমতি দেওয়ার পর তিনি এই রেকর্ড অর্জনের লক্ষে মাত্র ১৫ ঘন্টা ২২ মিনিটে দিল্লির ২৮৬ টি মেট্রো স্টেশন ভ্রমণ করেন। উদ্দেশ্য ছিল দিল্লি মেট্রোকে বিশ্বের সেরা মেট্রো হিসাবে দেখানো।

তার রেকর্ডের সাপেক্ষে শশাঙ্ক প্রতিটি স্টেশনে মেট্রোর দরজা খোলা এবং বন্ধ করার সময় ভিডিওটি রেকর্ড করেছিলেন। তিনি ব্লু লাইন থেকে যাত্রা শুরু করেন এবং গ্রীন লাইনের ব্রিগেডিয়ার হোশিয়ার সিং স্টেশনে শেষ করেন। তিনি একদিনের ট্যুরিস্ট কার্ড ব্যবহার করেছিলেন, যাতে তিনি একদিনের জন্য সীমাহীন ভ্রমণের সুবিধা পেয়েছিলেন । শশাঙ্ক মনু ১৪ এপ্রিল ২০২১-এ ১৫ ঘন্টা ২২ মিনিট ৪৯ সেকেন্ডে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। শশাঙ্ককে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের শংসাপত্র পেতে দুই বছরেরও বেশি সময় অপেক্ষা করতে হয়েছিল।

এ ছাড়া আরও একটি বিশ্বরেকর্ড করেছেন শশাঙ্ক। তিনি ভিন্ন ধর্মের ৭৬টি উপাসনালয় পরিদর্শন করেছেন এবং তাও মাত্র ৩ দিনে। ট্যুরিস্ট কার্ডের মাধ্যমে ৩৪৮ কিলোমিটার দীর্ঘ দিল্লি মেট্রোর দুরত্ব অতিক্রম করে রেকর্ড গড়ে সকলকে চমকে দিয়েছেন।

Viral Video
Advertisment