New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/cats-150.jpg)
খবর লেখার সময় পর্যন্ত, ৬৫ লাখ মানুষ ভিডিওটি দেখেছেন
চলন্ত ট্রাকে রাজকীয় ঘুম, ভিডিও দেখে প্রতিভার তারিফ। অনেক সময় সোশ্যাল মিডিয়ায় সামনে আসে এমন কিছু কৌশল যা সবাইকে অবাক করে দেয়। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যাতে প্রতিভা দেখে অবাক সকলে। সাধারণ মানুষ তো দূরের কথা তাবড় ইঞ্জিনিয়াররাও এমন প্রতিভা দেখে প্রশংসা না করে থাকতে পারেন নি।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রাকের নিচে সুন্দর তৈরি খাটে শান্তিতে ঘুমাচ্ছেন এক বৃদ্ধ। একই সঙ্গে রাস্তায় ছুটে চলছে ট্রাকটি। বিছানাটি দেখতে বেশ রাজকীয়।এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে (indian_ka_talent) নামের একটি পেজ থেকে।
খবর লেখার সময় পর্যন্ত, ৬৫ লাখ মানুষ ভিডিওটি দেখেছেন এবং ৭ লাখ মানুষ ভিডিওটি পছন্দ করেছেন। একই সঙ্গে অনেকেই এই ভিডিও নিয়ে মন্তব্যও করছেন। একজন ব্যবহারকারী লিখেছেন- সেরা প্রতিভা। আরেকজন লিখেছেন- ভাই, আমি আমার জীবনে এতটা টেনশন ফ্রি থাকতে চাই। যদিও অনেকে লিখেছেন যে জীবনে এত ঝুঁকি কে নেয়?