scorecardresearch

বড় খবর

দাম দেখেই চোখ ছানাবড়া, হাপুস নয়নে কেঁদে চলেছেন সুরাপ্রেমীদের দল, কিন্তু কেন?

এই বিল আজকাল ইন্টারনেটে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

goa liquor prices,bangalore liquor prices,hyderabad liquor prices,liquor prices in delhi,mumbai duty free liquor prices,liquor prices in goa,delhi duty free liquor prices,liquor prices in hyderabad,delhi duty free,liquor prices in gurgaon

দামি ব্রাণ্ডের মদের বোতল পাবেন মাত্র ১০০ টাকায়! বিশ্বাস হচ্ছে না, সেটাই স্বাভাবিক। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে পোস্টটি দ্রুত ভাইরাল হচ্ছে তা দেখে সুরাপ্রেমীদের বাঁধ ভাঙা উছ্বাস। পার্টি হোক অথবা অন্য কোন অনুষ্ঠান সবশেষে একটু সুরাপানের ব্যবস্থা না থাকলে সুরাপ্রেমীদের কাছে গোটা অনুষ্ঠানটাই বৃথা।

এমন অনেকেই আছেন যারা মাসে মদ খরচায় হাজার হাজার টাকা ব্যয় করেন। কিন্তু জানেন কী এমন এক জায়গা আছে যেখানে ব্র্যাণ্ডেড মদের বোতল মিলবে মাত্র ১০০ টাকায়। শুনে অনেকেই লোভ সামলাতে পারছেন না। লকডাউনের সময় দেখা গিয়েছে স্রেফ ৫০০-৭০০ টাকার এক বোতল মদের জন্য মানুষজন হাজার হাজার টাকাও খরচা করতে রাজি ছিলেন। কিন্তু তখন হয়ত অনেকেই এই ঠিকানা টি জানতেন না।

তবে আজ এমন এক জায়গায় সন্ধান দেব যেখানে মাত্র ১০০ টাকা খরচ করলেই মিলবে পছন্দের ব্র্যাণ্ডের দামি সুরার বোতল। চড়া দামে মদ খাওয়ার দিন এবার শেষ। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় এমনই একটি নেভি মেসের ভাইরাল বিল মানুষের হুঁশ উড়িয়ে দিচ্ছে। এই বিল আজকাল ইন্টারনেটে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

আরও পড়ুন: [ প্লাস্টিক বোতল থেকে তৈরি ‘জ্যাকেট’ গায়ে সংসদে মোদী, দাম শুনলে চমকে উঠবেন ]

ভাইরাল হওয়া এই পোস্ট অনুসারে, বেশিরভাগ মদের বোতলের দাম একশো টাকার কম, যা দেখে ব্যবহারকারীদের চোখ একেবারে ছানাবড়া। পোস্টটি শেয়ার করার পর থেকে দ্রুত তা ভাইরাল হয়েছে। সুরাপ্রেমী মানুষজন এই পোষ্ট দেখে হাপুস নয়নে একটানা কেঁদেই চলেছেন। এই বিষয়ে আপনার কী অভিমত জানাতে ভুলবেন না।  

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Man shares photo of menu at navy officers mess alcohol prices will surprise you