New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/02/cats-44.jpg)
ক্লিপটি ভাইরাল হতেই ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনকে (IRCTC) তার প্রতিক্রিয়া জানিয়েছে।
মুখে তোলা যায়না খাবার, ‘বন্দে ভারত এক্সপ্রেসে’ পরিবেশন করা খাবার নিয়ে যাত্রীর গুরুতর অভিযোগ। চালু হওয়ার প্রায় মাস খানেক কেটে গিয়েছে। এর মাঝেই বন্দে ভারত ট্রেনে এক যাত্রী "নিম্ন মানের" খাবার পরিবেশন করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। একটি টুইট অনুসারে, ক্লিপটি বন্দে ভারত ট্রেনে শ্যুট করা হয়েছে। ভাইজাগ থেকে হায়দ্রাবাদ গামী বন্দে ভারত ট্রেনে খাবার বিতর্ক সামনে আসতেই শুরু হয় শোরগোল।
ক্লিপটিতে, যাত্রীকে ‘তেলে মোড়ানো’ খাবার থেকে ‘নিংড়ে’ তেল বার করে নিতে দেখা যায়। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, "কেন্দ্রীয় সরকার চালু করা উচ্চাভিলাষী বন্দে ভারত ট্রেনে খাবারের দাম অনেক বেশি, মান খুবই খারাপ।"
Food price in Vande Bharat train ambitiously introduced by central government is very high, quality is very bad. pic.twitter.com/ttFM8pjiYx
— Pratap Kumar (@RK23666) February 4, 2023
ছোট ভিডিওটি টুইটারে অনেক ব্যবহারকারী শেয়ার করেছেন। ক্লিপটি ভাইরাল হতেই ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনকে (IRCTC) তার প্রতিক্রিয়া জানিয়েছে। IRCTC তার প্রতিক্রিয়ায় জানিয়েছে, "স্যার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। আপনার অসুবিধার জন্য দুঃখিত”।
#VANDHEBHARAT train lo quality leni breakfast, వడ నుండి పిండిన కొద్ది వచ్చిన నూనె
వైజాగ్ నుండి హైదరాబాద్ వస్తున్న ట్రెయిన్ లో ఘటన,
Breakfast తినడానికి భయపడుతున్న ప్రయాణికులు. ఫుడ్ క్వాలిటీ bad గా ఉందని అంటున్నారు pic.twitter.com/Z1WWcw6FTU— RameshVaitla (@RameshVaitla) February 3, 2023
দিন কয়েক আগেই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের একটি বগির মেঝেতে আবর্জনার স্তূপের একটি ছবি ভাইরাল হওয়ার পর এই বিষয়টি সামনে এসেছে। ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস) অফিসার অবনীশ শরণের শেয়ার করা একটি ছবিতে ট্রেনের ভিতরে খালি বোতল, খাবারের ক্যান এবং প্লাস্টিকের ব্যাগ ছড়িয়ে থাকতে দেখা যায়। ক্লিপ ভাইরাল হতেই সকলেই যাত্রীদের এমন কাণ্ডজ্ঞানহীনতায় রীতিমত অবাক হয়ে গিয়েছিলেন।