বেলি ডান্স সারা বিশ্বের মানুষের মধ্যে খুব জনপ্রিয়। বেলি ড্যান্স এমন একটি মধ্যপ্রাচ্যের শিল্প যা সকল মানুষকে আকৃষ্ট করে। বেলি ড্যান্স-এ কোমর দোলাতে সাধারণ ভাবে মেয়েরাই দক্ষ, তবে এই যুবক তার তাক লাগানো প্রতিভায় নেটদুনিয়ার সকলের নজর কেড়ে নিল। নজর কাড়া বেলি ড্যান্সে যুবকের এই তাক লাগানো পারফরমেন্স এখন শোরগোল ফেলেছে নেটপাড়ায়। ভিডিও দেখে আপনিও যুবকের তারিফ করতে বাধ্য হবেন।
কাবেরি নামের এক সোশ্যাল মিডিয়া ইউজার ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন। তিনি এই ভিডিও শেয়ার করে লিখেছেন, “অসাধারণ দক্ষতায় সেরা চমক!” ভিডিওর শুরুতে যুবককে একটি বারান্দায় দাঁড়িয়ে নাচের প্রস্তুতি নিতে দেখা যায়। এর পর তিনি তার বিস্ময়কর দক্ষতায় সকলের মন জিতে নেন।
কিছুদিন আগে ভিডিওটি শেয়ার করা হয়। পোস্ট করার পর থেকে, ক্লিপটি ১.২ লক্ষ বার দেখা হয়েছে এছাড়াও, নাচের এই ভিডিওটি প্রায় ১৪০০ লাইক পেয়েছে। ভিডিওটিতে তাদের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিভিন্ন মন্তব্যও করেছেন মানুষজন। তবে সকলেই যুবকের এমন বিষ্ময় প্রতিভায় মুগ্ধ হয়েছেন।