New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/cats-9.jpg)
গিটার হাতে ইমরান হাশমিকে নকল, 'তু হি হকিকত' গানে লক্ষ মানুষের মন জয় করলেন এক যুবক
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করার ১০ দিনের মধ্যে, ভিডিওটি ১৭ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে ।
গিটার হাতে ইমরান হাশমিকে নকল, 'তু হি হকিকত' গানে লক্ষ মানুষের মন জয় করলেন এক যুবক
গিটার হাতে ইমরান হাশমিকে নকল, 'তু হি হকিকত' গানে লক্ষ মানুষের মন জয় করলেন এক যুবক। তার ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের অজানা নানান প্রতিভা সামনে আসে। কিছু প্রতিভা মুহূর্তে ভাইরাল হয়। তেমন এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে। যাতে বারাণসীর একটি ঘাটে 'তুম মিলে' ছবির জনপ্রিয় রোমান্টিক গান 'তু হি হকিকত' গাইতে দেখা যাচ্ছে এক যুবককে। তার গান গাওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ক্লিপটিতে, শিল্পী জিতেন্দ্র যাদবকে গিটার বাজানোর সঙ্গে সঙ্গে প্রাণবন্ত ভাবে গানটি গাইতে দেখা যায়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করার ১০ দিনের মধ্যে, ভিডিওটি ১৭ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে । প্রাণবন্ত পারফরম্যান্স সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মুগ্ধ করেছে।
চলন্ত বিমানে স্টান্ট
সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ভিডিও সামনে আসে যা দেখার পর নিজের চোখকেও বিশ্বাস করা যায় না। এমনই একটি ভিডিও রাতের ঘুম উড়িয়ে দিয়েছে নেটিজেনদের। ভিডিও তে দেখা যাচ্ছে চলন্ত বিমানের ওপর উঠে মারাত্মক স্টান্ট দেখাচ্ছেন এক তরুণী। গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। ভিডিওতে দেখা যায়, মেয়েটি বিমানের উপরে দাঁড়িয়ে আছেন।