New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/cats-98.jpg)
অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সহ ১৮ লাখেরও বেশি মানুষের এই গান মন ছুঁয়ে গিয়েছে।
ব্রিটেনের রাস্তায় ‘নেশা’ ধরানো গান ভারতীয় যুবকের। একই সঙ্গে এই গান মন জয় করেছে বিদেশি একই সঙ্গে দেশি মানুষদের। উভয়কেই একসঙ্গে যুবকের গান উপভোগ করছেন। উইশ মিউজিক নামের একটি ইনস্টাগ্রাম পেজে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যাতে লণ্ডনের রাস্তায় এক ভারতীয় তরুণকে 'পেহলা নাশা' গান গাইতে দেখা যায়। তার সুরেলা কন্ঠ মুগ্ধ করেছে আপামোর জনসাধারণকে।
এই ভিডিওটি শেয়ার করার সঙ্গে সঙ্গে, বলি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সহ ১৮ লাখেরও বেশি মানুষের এই গান মন ছুঁয়ে গিয়েছে। সকলেই যুবকের এমন সুরের প্রশংসা করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, বন্ধু, তোমার গান আমি অনুভব করতে পারছি। অপর এক ইউজার লিখেছেন, “গত রাতে আপনাকে অক্সফোর্ড স্ট্রিটে লাইভ গান গাইতে দেখে খুব ভাল লাগলো। তোমার কণ্ঠস্বর সত্যিই ভাল।