scorecardresearch

বিনোদনে ভরে উঠল লন্ডন, ‘বলিউড গানে’ সেরা পারফর্মেন্স, ভিড় জমালেন অজস্র মানুষ

সম্প্রতি ইনস্টাগ্রামে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। এই গানটি vish.music নামের ব্যবহারকারী শেয়ার করেছেন। ভিডিওটি লক্ষ লক্ষ ভিউ পেয়েছে।

Tere Naam,Salman Khan,Viral Song,Tere Naam Song,London,UK News in Hindi,Street Singer

লন্ডনের রাস্তায় সালমান খানের ‘তেরে নাম’ ছবির গান গেয়ে তাক লাগালেন এক যুবক। সুরের জাদুতে উচ্ছ্বসিত বিদেশিরাও। মুহূর্তেই সেই ভিডিও তোলপাড় হয়েছে নেটদুনিয়ায়। ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায়, লন্ডনের রাস্তায় একজন যুবক বাস্কিং করছেন। সালমান খানের জনপ্রিয় ছবি ‘তেরে নাম’-এর একটি টাইটেল সং গাইছেন। সুরের জাদুতে তিনি সকলকে মুগ্ধ করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তার ধারে মানুষের ঢল। আবেগ-ভালবাসার সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিও।

বলিউডে সালমান খানের ফ্যান ফলোনিংয়ের সংখ্যা হাতে গুনে শেষ করা যাবে না।  দেশের বাইরেও তার ফ্যান ফলোয়ারের সংখ্যা প্রচুর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও। এই ভিডিওতে দেখা যায়, লন্ডনের রাস্তায় ‘তেরে নাম’ গানটি গাইছেন এক যুবক। তার কণ্ঠ শুনে বিদেশিরাও ভক্ত হয়ে ওঠেন ওই যুবকের। ভিডিওতে দেখা যায়, লন্ডনের রাস্তায় গান গাইছেন ওই ব্যক্তি। লন্ডনের সাউথহলে গান গাইছেন ওই যুবক। গানটি শুনে সবাই মুগ্ধ। ভিডিওতে দেখা যাবে মানুষজন তার গুনে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। গানটি ইন্টারনেটে বেশ ভাইরাল হচ্ছে। এই গানটি শোনার পর সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বেশ উচ্ছ্বসিত।

সম্প্রতি ইনস্টাগ্রামে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। এই গানটি vish.music নামের ব্যবহারকারী শেয়ার করেছেন।  ভিডিওটি লক্ষ লক্ষ ভিউ পেয়েছে। ভিডিওটিও কয়েক হাজার মানুষ লাইক করেছেন। অনেক ব্যবহারকারী এই ভিডিওতে মন্তব্যও করেছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করতে গিয়ে লিখেছেন- খুব সুন্দর গান, শুনতে ভাল লাগলো। আরেকজন ব্যবহারকারী মন্তব্য করতে গিয়ে লিখেছেন- ‘খুবই কিউট গান’।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Man sings salmans song tere naam on london street