New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/cats-247.jpg)
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঘুম উড়িয়ে দিয়েছে নেটপাড়ার।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ঘুম উড়িয়ে দিয়েছে নেটপাড়ার মানুষজনের।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঘুম উড়িয়ে দিয়েছে নেটপাড়ার।
চিতাবাঘের সঙ্গে শান্তির ঘুম! ভিডিও দেখে ভয়ে আত্মারাম খাঁচা, নেটিজেনদের প্রশ্ন এত সাহস কোথা থেকে আসে?
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঘুম উড়িয়ে দিয়েছে নেটপাড়ার। যাতে এক ব্যক্তিকে তিনটি চিতাবাঘের সঙ্গে একসঙ্গে শান্তিতে ঘুমাতে দেখা যায়। আপনি ভাববেন যে এগুলি পোষা । কিন্তু একেবারেই তা নয়। এর পেছনের কারণটা খুবই মজার।
আপনি হয়তো মানুষকে বিড়াল অথবা কুকুরের সঙ্গে একসঙ্গে ঘুমাতে দেখেছেন, কিন্তু আপনি কি কখনও মানুষকে চিতাবাঘকে সঙ্গে নিয়ে ঘুমাতে দেখেছেন? চমকে উঠলেন প্রশ্ন শুনেই? তাহলে একটি ভিডিও দেখুন। যেখানে এক ব্যক্তি তিনটি চিতাকে নিয়ে একসঙ্গে ঘুমাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটি তোলপাড় ফেলেছে।
চিতা পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর প্রাণী। চিতা নাম শুনলেই বুকটা কেঁপে ওঠে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও দেখে আপনার হুঁশ উড়ে যাবে। এই ভিডিওটি প্রথম ইউটিউবে পোস্ট করা হয়। আবারও সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডি এই চিতার ভিডিও।
ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন যে তিনটি চিতাবাঘ মাটিতে আরামে ঘুমাচ্ছে। তার ঠিক পাশেই এক ব্যক্তি কম্বলের নিচে শুয়ে আছেন। এদিকে হঠাৎ করে একটি চিতা ঘুম থেকে উঠে ওই ব্যক্তির কাছাকাছি গিয়ে বিছানায় শুয়ে পড়ে। সেই ব্যক্তিও তাকে শক্ত করে ধরে রাখে যেন নিজের সন্তানকে জড়িয়ে ধরে ঘুমাছেন। কিছুক্ষণ পর অন্যান্য চিতাগুলিও এসে একে অপরের পাশে শুয়ে পড়ে।
A cheetah family sleeping with a forest ranger pic.twitter.com/d72YxwT7Vh
— Enezator (@Enezator) September 21, 2023
ভিডিওটি X-এ @Enezator অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। এখন পর্যন্ত এটি ৯৫ লাখের বেশি বার দেখা হয়েছে। চিতাবাঘের সাথে মানুষের বন্ধুত্ব দেখে মানুষ অবাক হয়ে জানতে চায় কে এই ব্যক্তি? চিতাবাঘের সঙ্গে ঘুমানো এই ব্যক্তি একজন প্রাণী বিজ্ঞানী। তার নাম ডলফ সি ভলকার। ভলকার প্রাণীদের আচরণ অধ্যয়ন করেন। চিতার আচরণ সম্পর্কে জানার জন্যই চিতাদের সঙ্গে ঘুমিয়ে রাত কাটিয়েছেন তিনি। চিতাদের নিয়ে তিনি দীর্ঘদিন ধরেই গবেষণা চালাচ্ছেন তাই চিতাদের সঙ্গে তার বিশেষ এক সখ্যতা গড়ে উঠেছে।