বন্দে ভারত ট্রেনে 'সিগারেট' নিয়ে তোলপাড়, কোচে ধোঁয়া ছড়িয়ে পড়তেই যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। ট্রেনের যাত্রীরা সবাই আরামে ভ্রমণ করছিলেন। তখন একজন যাত্রী সিট ছেড়ে উঠে ট্রেনের টয়লেটে গিয়ে ধূমপান শুরু করেন।
শুরু থেকেই সংবাদ শিরোনামে বন্দে ভারত এক্সপ্রেস। কখনও গরুকে ধাক্কা মারার জন্য আবার কখনও ট্রেনের কাঁচে পাথর ছোঁড়ার ঘটনা সামনে আসে। এবার স্রেফ একটা সিগারেটেই তোলপাড় পড়ে যায় বন্দে-ভারত ট্রেনে। তিরুপতি থেকে সেকেন্দ্রাবাদগামী বন্দে ভারত এক্সপ্রেসের তোলপাড় ফেলা ঘটনা সোশ্যাল মিডিয়ার সৌজন্যে সামনে এসেছে।
অন্ধ্রপ্রদেশের তিরুপতি থেকে সেকেন্দ্রাবাদ যাচ্ছিল বন্দে ভারত ট্রেনটি। তখনই এক যাত্রী নীরবে ট্রেনের টয়লেটে গিয়ে ধূমপান শুরু করেন। সিগারেটের ধোঁয়া ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই বেজে ওঠে ফায়ার অ্যালার্ম। স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপক যন্ত্র কাজ শুরু করে ।
ফায়ার অ্যালার্ম বাজতেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পুরো ট্রেনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মানুষ প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটতে থাকেন। যে ব্যক্তি ধুমপান করছিলেন তিনি জানতেন না যে ট্রেনে ফায়ার অ্যালার্ম রয়েছে। এমনও জানা গিয়েছে ওই ব্যক্তি বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করছিলেন, তাই তিনি টয়লেটে লুকিয়ে ছিলেন।
রেলওয়ে পুলিশ ঘটনাটি জানতে পেরে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে হেফাজতে নেয়। অভিযুক্ত যাত্রীকে নেলোরে পুলিশ আটক করেছে। ঘটনার কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হচ্ছে, যাতে দেখা যায় ট্রেনে ধ্বংসযজ্ঞের দৃশ্য।