Advertisment

প্রতিবন্ধকতাকে জয়, বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিয়ে নজির Zomato ডেলিভারি বয়ের, viral হল video

ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে 'আপনার লড়াইকে কুর্নিশ'।

author-image
IE Bangla Web Desk
New Update
zomato, delivery agent, motorised wheelchair, hero, viral video, shark tank india, anupam mittal

ডেলিভারি এজেন্টদের সংগ্রামের একাধিক ভিডিও হামেশাই নেটদুনিয়ায় ভাইরাল হয়। অনেকেই তাদের উচ্চ শিক্ষা শেষ করার পরেও চাকরি না পেয়ে ডেলিভারি বয়ের কাজ করেন। এর সঙ্গে এমন অনেকেই আছেন যারা তাদের শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করেই ফুড ডেলিভারি এজেন্টের পেশাকে বেছে নেন।

Advertisment

শারীরিক অক্ষমতাকে কাটিয়ে উঠে এভাবে সংসারের হাল ধরতে দেখে নেটিজেনদের কুর্নিশ আদায় করে নেন সেই সকল মানুষজন। এর মাঝেই ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল Zomato ডেলিভারি এজেন্টের একটি ভিডিও। রাস্তায় যানযটে আটকে রয়েছে তার বিশেষ ভাবে তৈরি মোটরচালিত হুইলচেয়ার। যা দেখে এক পথচারি তার সঙ্গে কথা বলেন সেই সঙ্গে ভিডিও রেকর্ড করে তার উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন।

হিমাংশু নামে এক সোশ্যাল মিডিয়া ইউজার টুইটারে শেয়ার করেছেন ভিডিওটি। ভিডিওটি জোম্যাটো এজেন্টকে মোটর চালিত হুইলচেয়ারে বসে খাবার ডেলিভারি করতে দেখা যায়। যুবক একটি Zomato টি-শার্ট পরা অবস্থায়, হাসি মুখে নিজের সংগ্রামের কাহিনী খুব সংক্ষেপে ওই ব্যক্তির কাছে তুলে ধরেন। যখন তিনি বুঝতে পারেন ভিডিওটি রেকর্ড করা হচ্ছে। অখন তিনি বলেন যে জীবনে কখনও আশা হারানো উচিত নয়। ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে আপনার লড়াইকে কুর্নিশ।

ভিডিওটি ১০ ​​হাজারেরও বেশি ভিউ এবং বেশ হাজার মন্তব্যে ভরে গিয়েছে। সংস্থার তরফেও প্রতিবন্ধী ওই ডেলিভারি এজেন্টকে সংস্থার প্রকৃত হিরো বলেই বর্ণনা করা হয়েছে।

Viral Video Zomato delivery boy
Advertisment