scorecardresearch

শিউরে উঠলো তামাম বিশ্ববাসী, মুহূর্তেই গিলে ফেললেন আস্ত তলোয়ার! ভিডিও ভাইরাল  

ভুলেও কেউ এমন স্টান্ট করার চিন্তা মাথাতেও আনবেন না….

Video of Magician, Shocking Video of Magician, latest tending Video of Magician, trending Video of Magician on twitter, trending Video of Magician on facebook, trending Video of Magician on instagram, trending Video of Magician on youtube,

ম্যাজিক দেখানোর সময়, পুরো তলোয়ারটি গিলে ফেলল এক ব্যক্তি, চমকে উঠলো নেটদুনিয়া। সোশ্যাল মিডিয়া মানেই চমকের ছড়াছড়ি। নানান মজার এবং অদ্ভুত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সম্প্রতি, একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে, যাতে এক ব্যক্তিকে তলোয়ার মুখে নিয়ে সেটিকে গিলে ফেলতে দেখা যায়। ভিডিওতেই তিনি ফাঁস করলেন আসল রহস্য।

ভাইরাল এই ভিডিওতে একজন ব্যক্তিকে মারাত্মক কৌশল অবলম্বন করতে দেখা যায়। তারপরে তিনি ভিডিওতে তিনি নিজেই স্বীকার করেছেন ম্যাজিশিয়ানরা এমন নানান কৌশল ব্যবহার করেন মানুষকে আকৃষ্ট করতে। ভিডিওতে ওই ব্যক্তির কাণ্ড দেখে বেশির ভাগ ব্যবহারকারীই শিউরে উঠেছেন। গলার ভিতর ধারালো তলোয়ার প্রবেশ করানোর আগেই সেটির খাপ গলার ভিতর সুকৌশলে প্রবেশ করিয়েছেন তিনি।  

ভিডিওটি @HumansNoContext নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। যেখানে এক ব্যক্তিকে ধারানো স্টিলের তলোয়ার মুখে রেখে গিলে ফেলতে দেখা যাচ্ছে। তার আগেই তিনি তলোয়ারের খাপটি গলার ভিতর আগে থেকে ঢুকিয়ে রাখেন। আর তারপর তার মধ্যেই তলোয়ারটিকে প্রবেশ করান যাতে শরীরের ভেতরের কোন অংশের ক্ষতি না হয়।

বর্তমানে ভিডিওটি ক্রমশ ভাইরাল হচ্ছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে । ভিডিওটিতে ৪৭ লাখের বেশি ভিউ, এক লাখ ১৬ হাজারের বেশি লাইক ও অজস্র কমেন্ট পড়েছে। ভিডিওটি দেখে ব্যবহারকারীরা তাদের বিস্ময়কর মন্তব্য করতে ভোলেন নি, বেশির ভাগ ব্যবহারকারী বলছেন, ভয়ঙ্কর! অনেকেই এমন খেলা না দেখানোরও অনুরোধ করেছেন।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Man swallows whole sword