উদারতায় মন জয়! পথশিশুদের সঙ্গে নিয়েই ডিনারে সামিল, হাজির বিলাসবহুল রেস্তোরাঁয়, দেখুন ভিডিও

কচিকাঁচাদের গাড়িতে চাপিয়ে নিয়ে সোজা পছন্দের রেস্তোরাঁয়।

কচিকাঁচাদের গাড়িতে চাপিয়ে নিয়ে সোজা পছন্দের রেস্তোরাঁয়।

author-image
IE Bangla Web Desk
New Update
"Man takes children cleaning cars to swanky hotel for dinner, Kawaljeet Singh Chhabra, @kawalchhabra, man takes children cleaning cars to 5 star hotel for dinner, viral, trending, Indian Express

উদারতায় মন জয়! পথশিশুদের নিয়েই হাজির বিলাসবহুল রেস্তোরাঁয়.... কুর্নিশ আদায় করলেন এই ব্যক্তি

রাস্তাঘাটে পথশিশুদের অনেককেই ট্র্যাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা গাড়ি মুছে দিয়ে সামান্য টাকা উপর্জন করতে হামেশাই দেখা যায়। শহর কলকাতায় এ যেন এক চেনা ছবি। এমনই এক ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে সিগন্যালে আটকে থাকা গাড়ির কাঁচ মুছে দিচ্ছে একদল কচিকাঁচারা।

Advertisment

এরপরই ভিডিওতে দেখা দেখা যায় কচিকাঁচাদের দল গাড়ির সওয়ারির কাছ থেকে কিছু টাকার জন্য অনুরোধ করে। কাওয়ালজিৎ সিং তার Instagram অ্যাকাউন্ট @kawalchhabra-এ কয়েকদিন আগে চমৎকার একটি ভিডিও শেয়ার করেছেন। যাতে তিনি পথশিশুদের কাছে জানতে চান এই সামান্য টাকা দিয়ে তারা কী করবে? উত্তরে তারা জানায় রাস্তার ধারে একটি কার্টে তারা কিছু খাবার কিনে খাবে। এই কথা শুনেই হৃদয় গলে যায় তার। কারণ তিনি ডিনারের উদ্দেশ্যেই বাড়ি থেকে বেরিয়েছিলেন।

কচিকাঁচাদের গাড়িতে চাপিয়ে নিয়ে তিনি সোজা যান পছন্দের রেস্তোরাঁয়। সেখানে গিয়ে বাচ্চারা তাদের উত্তেজনা ধরে রাখতে পারেন না। কাওয়ালজি অর্ডার করেন জিভে জল আনা হরেক খাবার। তা সবই চেটেপুটে উপভোগ করে তারা। ভিডিওটি পোস্ট হওয়ার পর থেকে 32 মিলিয়নেরও বেশি ভিউ এবং চার মিলিয়ন লাইক পেয়েছে। কমেন্টে এক ইউজার লিখেছেন "এই ব্যক্তির জন্য অপরিসীম শ্রদ্ধা," একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন। "খুব সুন্দর আমি আপনাকে নিয়ে গর্বিত,"।

viral