সন্তানকে মানুষ করতে বাবা-মা সব সময় প্রাণপাত করেন। সন্তানকে সব কিছু সেরাটা দিতে কোন খামতি রাখেন না মা-বাবা। প্রতিটি সন্তানের উচিৎ বাবা-মাকে বয়সকালে সেবা করা একই সঙ্গে তাঁদের যোগ্য সম্মান দেওয়া। অনেকেই আছেন যারা বয়স্ক বাবা-মাকে নানান ভাবে অবজ্ঞা করেন, উপেক্ষা করেন। সম্প্রতি ভাইরাল হয়েছে এমন এক সন্তানের কাহিনী যা আপনার চোখে জল আনবেই। কলিযুগেও এমন কিছু ছেলে আছে বলেই আজও বাবা-মা সন্তানকে নিয়ে আগামীর স্বপ্ন দেখতে ভরসা পান। এমনই এক ছেলের কাণ্ড আজকাল সোশ্যাল মিডিয়ায় লাইমলাইটে।
এই কাহিনী সিঙ্গাপুরে বসবাসকারী একজন ভারতীয়। কাজের সুবাদেই তার সেখানে যাওয়া। বাড়িতে একাকী বৃদ্ধা মা। এখানে মায়ের যত্ন করবেন কীভাবে সেকথা ভেবে মাকে নিয়েই সটান হাজির ভিনদেশে। ছেলের ইচ্ছা, মা’ও তার সঙ্গে বিদেশে থাকুন। সম্প্রতি তিনি তার মাকে নিয়ে সিঙ্গাপুর যান এবং এই সফর সম্পর্কিত তার অনুভূতিগুলি সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নেন। যা রীতিমত ভাইরাল।
এই ব্যক্তির নাম দত্তাত্রয় জে. সোশ্যাল মিডিয়ায় তার মায়ের সঙ্গে তার সিঙ্গাপুর সফরের একটি ছবি পোস্ট করে, দত্তাত্রয় লিখেছেন জন্মের পর মা’ই তার জীবনের প্রথম মহিলা যাকে তিনি বিদেশ এসেছেন” দত্তাত্রয় জে কয়েকদিন আগে নিজের এবং তার মায়ের দুটি ছবি পোস্ট করেছেন এবং লিখেছেন যে “তিনি তার মাকে সিঙ্গাপুর দেখানর ঘোরানো এবং তার কাজের জায়গা ঘুরিয়ে দেখানোর জন্য সিঙ্গাপুরে নিয়ে এসেছেন।”
পোস্টে, তিনি তুলে ধরেছেন, “তার মা তার পুরো জীবন গ্রামে কাটিয়েছেন এবং কখনও একটি বিমান পর্যন্ত দেখেননি। তার মা গ্রামের দ্বিতীয় মহিলা হয়ে বিদেশ ভ্রমণ করেছেন। তিনি আরও লিখেছেন বাবা বেঁচে থাকলে তিনি আজ খুবই গর্বিত হতেন। পাশাপাশি ভিনদেশে কর্মরত সকলের কাছেই তিনি আর্জি জানান, বাবা-মাকে তাদের সঙ্গে নিয়ে গিয়ে বিশ্বের সঙ্গে বাবা-মাকে পরিচিতি করানোর। তিনি লিখেছেন, ‘এটার যে তৃপ্তি তা আর কিছুতেই পাবেন না’
দত্তাত্রয় জে এই পোস্টটি লিঙ্কডইনে শেয়ার করেছেন। তার এই পোস্টটি লাইক করেছেন তিন লাখের বেশি মানুষ। পোস্টে অনেকেই নানান মন্তব্য করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন “দারুণ, এটি সত্যিই অসাধারণ।” অন্য একজন ব্যবহারকারী বলেছেন, “প্রিয় ভাই, আমি জানি না আপনি কে? তবে আপনার জন্য আমার হৃদয় থেকে অনেক অনেক ভালবাসা। অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা!”