scorecardresearch

হাতেই ফুটে উঠল ‘ম্যারেজ সার্টিফিকেট’, স্ত্রী’র জন্মদিনে স্বামীর অনন্য উপহার

ট্যাটু শিল্পী জানিয়েছেন, এর আগে তিনি কখনও বিয়ের সার্টিফিকেট ট্যাটু করেননি।

viral, trending

ট্যাটু বর্তমানে খুবই জনপ্রিয়। অনেকেই আছেন যারা নিজের পছন্দের মানুষের নাম, প্রথম অক্ষর অথবা বিশেষ কোন ছবি শরীরে ট্যাটু করিয়ে প্রিয়জনের উদ্দেশ্যে তার ভালবাসার বার্তা দেন। তবে সম্প্রতি এমন এক ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা অবাক করে দিয়েছে মানুষজনকে। স্ত্রী’র জন্মদিনে শরীরে বিয়ের শংসাপত্রের ট্যাটু করিয়ে স্ত্রীকে দিয়েছেন জন্মদিনের সেরা উপহার। এমনই কাণ্ডে শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়।

থাইল্যান্ডের একটি ট্যাটু পার্লার সম্প্রতি এক গ্রাহকের ছবি শেয়ার করেছে, যেখানে একজন ব্যক্তি তার হাতে একটি বিয়ের শংসাপত্রের কপি ট্যাটু করিয়েছেন। এই অনন্য ট্যাটু তিনি তার স্ত্রীকে জন্মদিনে উপহার হিসাবে দিয়েছেন। ভালবাসার প্রমাণ দিতেই এই অবাক করা কৌশল অবলম্বন করেন এক ব্যক্তি এমনটাই মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গিয়েছে। তিনি ট্যাটু শিল্পীকে তার বাহুতে তার অফিসিয়াল বিয়ের শংসাপত্রটি ট্যাটু করতে বলেন। চারঘন্টার চেষ্টায় ট্যাটু শিল্পীকে সেটিকে তার বাহুতে ফুটিয়ে তোলেন।

স্ত্রীকে জন্মদিনে ফুল এবং চকলেট পাওয়ার পরিবর্তে ৩৪ বছর বয়সী ব্যক্তি তা একটি বিশেষ উপহার দিয়ে অবাক করে দিয়েছে। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, স্ত্রীকে খুশি করার জন্য এই সব করেছেন তিনি। কিন্তু বাড়ি ফিরে তার স্ত্রী তার আচরণে কিছুটা অবাক হন কিন্তু সে তার ভালবাসা এবং ‘সম্মানের প্রমাণ’ বরের হাতে এমন ট্যাটু দেখে তিনিও ভালবাসা উজার করে দেন। ট্যাটু শিল্পী জানিয়েছেন, এর আগে তিনি কখনও বিয়ের সার্টিফিকেট ট্যাটু করেননি। ওয়েডিং সার্টিফিকেটের ট্যাটু ছবি ফেসবুকে ভাইরাল হচ্ছে।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Man tattoos marriage certificate on arm