New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/cats_aaa188.jpg)
লোকাল ট্রেনের নিচে আটকে পড়া এক ব্যক্তিকে প্রাণপাত যাত্রীদের।
লোকাল ট্রেনের নিচে আটকে পড়া এক ব্যক্তিকে প্রাণপাত যাত্রীদের।
লোকাল ট্রেনের নিচে আটকে পড়া এক ব্যক্তিকে প্রাণপাত যাত্রীদের। ঘটনাটি এক ব্যক্তি রেকর্ড করেন। পরে রেডডিটে ক্লিপটি শেয়ার করেন। যা সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। ভিডিওতে মন্তব্য করে নেটিজেনরা মানুষের মধ্যে ঐক্যের অনুভূতিকে তুলে ধরেছেন।
মানুষজন যদি একে অপরের পাশে থাকেন তাহলে সবচেয়ে বড় অসম্ভব কাজটিও সম্ভব হতে পারে। ৪১-সেকেন্ডের ভিডিও ক্লিপটি তারই জলজ্যান্ত প্রমাণ। ভিডিওতে দেখা যাচ্ছে ট্রেনের সামনে যাত্রীদের ভিড়। অনেক লোক লাইনে দাঁড়িয়ে এবং ধাক্কা দিয়ে ট্রেনের কোচটি সরানোর চেষ্টা করছে। তাদের সম্মিলিত প্রচেষ্টার একটাই উদ্দেশ্যে ছিল ট্রেনটিকে যাতে একটু কাত করা যায়, যাতে আটকে পড়া ব্যক্তিকে উদ্ধার করা যায়।
Cat_Of_Culture নামের Reddit ব্যবহারকারী ভিডিওটি পোস্ট করে লিখেছেন যাত্রীদের চেষ্টায় অবশেষে ট্রেনটি সরিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। জানা গিয়েছে দুর্ঘটনায় লোকটি কেবল সামান্য আঘাত পান। আরেকজন Reddit ব্যবহারকারী লিখেছেন লোকটির গোড়ালি মচকে গেলেও বড় বিপদ থেকে তিনি রক্ষা পেয়েছেন।