New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/cats-36.jpg)
রাস্তা দিয়ে ছুটে চলেছে গোটা বিছানাটাই।
একটি বিছানাকে গাড়িতে পরিণত করে চমকে দিয়েছেন এক ব্যক্তি।
রাস্তা দিয়ে ছুটে চলেছে গোটা বিছানাটাই।
পৃথিবীতে সৃজনশীল মানুষের কোন অভাব কখনোই হতে পারে না। পৃথিবীতে এমন অনেক প্রতিভা রয়েছে যারা তাদের প্রতিভার জেরে ফেলে দেওয়া সামগ্রীতেও প্রাণ প্রতিষ্ঠা করতে পারেন। তেমন এক ভিডিও তোলপাড় ফেলেছে নেটদুনিয়ায়।
রাস্তা দিয়ে ছুটে চলেছে গোটা বিছানাটাই। অবশ্যই সোশ্যাল মিডিয়ায় এর আগে রাস্তা দিয়ে সোফার ছুটে চলার ভিডিও ভাইরাল হয়েছিল। তবে এই পর্বে একটি বিছানাকে গাড়িতে পরিণত করে চমকে দিয়েছেন এক ব্যক্তি।
মাত্র কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যা সবাইকে অবাক করেছে। আসলে, সোফাটিকে গাড়িতে বদলে ফেলেছিল দুই যুবক। ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়। এখন অনুরূপ একটি ভিডিও ভাইরাল হচ্ছে যাতে একজন ব্যক্তি একটি বিছানায় শুয়ে থাকতে এবং বিছানাটিকে রাস্তার উপর দিয়ে চলতে দেখা যাচ্ছে। আসলে, এই খাটের নীচে চাকা লাগানো আছে যার সাহায্যে সেটি চলতে থাকে।
zaibi_tweets নামের একটি পেজ ইনস্টাগ্রামে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। খবর লেখা পর্যন্ত ভিডিওটি দেখেছেন ২১ লাখ ৭২ হাজারের বেশি ইউজার। ভিডিওটিতে নানান মতামত তুলে ধরেছেন নেটিজেনরা।