/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/cats_cba01e.jpg)
সাইকেলের ভোলবদল, মুহূর্তেই ডাইনিং টেবিলে রূপান্তর, নজরকাড়া ভিডিও তোলপাড় ফেলল নেটদুনিয়ায়
সাইকেলের ভোলবদল, মুহূর্তেই ডাইনিং টেবিলে রূপান্তর। এমনই একটি রিল তোলপাড় ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। এখন পর্যন্ত ১৯ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে রিলটি। মন্তব্যে, ব্যবহারকারী এই "সাইকেল টেবিল" এর ধারণার প্রশংসা করেছেন।
ফেলে দেওয়া জিনিসকে কাজে লাগিয়ে সেরা উদ্ভাবনে দেশের মানুষের জুড়ি মেলা ভার। এই ধরণের উদ্ভাবন দৈনন্দিন সমস্যার এক অনন্য সমাধান এনে দেয় মুহূর্তেই। এমনই একটি ভিডিও বর্তমানে অনলাইনে ভাইরাল হচ্ছে, যেখানে একজন ব্যক্তি একটি সাইকেলের টায়ারকে খাবার টেবিল হিসেবে ব্যবহার করছেন।
ভাইরাল ইনস্টাগ্রাম রিলে, দেখা যাচ্ছে কীভাবে সাইকেলের চাকাকে কাজে লাগিয়ে ডাইনিং টেবিলে বদলে ফেলা হয়েছে। রিলটি এখন পর্যন্ত ১৯ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে। মন্তব্যে, অনেক ইনস্টাগ্রাম ব্যবহারকারী এই "সাইকেল টেবিল" এর ধারণার প্রশংসা করেছেন।
ইন্সটাগ্রামে এই ধারণাকে "মধ্যবিত্ত খাবার টেবিল"বলে উল্লেখ করেছেন। অন্য একজন লিখেছেন, 'কম বাজেটে দারুণ ধারণা', অপর এক ইউজার লিখেছেন, এই প্রতিভা কেবল ভারতেই আছে। অন্য কোথাও যা পাওয়া যাবে না।"