Advertisment

পাউরুটির প্যাকেটে দাপিয়ে বেড়াচ্ছে জ্যান্ত ইঁদুর, দেখেই চোখ কপালে! তারপর….

অনলাইন ফুড ডেলিভারি সংস্থাগুলিকে আরও বেশি সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন নেটিজেনরা।

author-image
IE Bangla Web Desk
New Update
blinkit,live rat with bread order,rat found in bread,blinkit user finds rat inside bread packet,Blinkit news,rat trapped inside bread packet,Rat,blinkit customer service,blinkit new,blinkit order,Blinkit App,twitter post viral,blinket bread,blinkit bread rat,rat in bread,rat in bread packet,viral video,viral news,video,viral,live rodent inside bread packet,rat in blinit delivery"

পাউরুটির প্যাকেটের ভিতর ইঁদুর! ভিডিও দেখেই চমকে উঠল নেটপাড়া। সকালে ব্রেকফাস্টে অনেকেই ব্রেড-বাটার খেয়ে থাকেন। পাউরুটির প্যাকেট কেনার সময় সাবধান। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন এক ভিডিও যা দেখে রীতিমত আঁতকে উঠেছেন সকলেই। একেবারে টাটকা পাউরুটির প্যাকেটের ভিতর ইঁদুর। যার ভিডিও দাবানলের মত ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়।

Advertisment

বর্তমানে আমরা সকলেই অনেকাংশে অ্যাপ নির্ভর হয়ে পড়েছি। খাবার হোক অথবা মুদির সামগ্রী অ্যাপের মাধ্যমে আমরা সকলেই কমবেশি অর্ডার করে থাকি। তেমনই ব্লিঙ্কিট থেকে তাজা ব্রাউন ব্রেড অর্ডার করেছিলেন এক ব্যক্তি। ডেলিভারি পেয়েই চোখ কপালে। পাউরুটির প্যাকেটের ভিতর রয়েছে একটি ইঁদুর। ওই ব্যক্তি টুইটারে সেই ছবি পোস্ট করেছেন।

ভিডিও এবং ছবিতে, আপনি দেখতে পাবেন পাউরুটির প্যাকেটের ভিতরে একটি ইঁদুর ঘোরাফেরা করছে। নিতীন নামে এক ব্যক্তি এই ঘটনার ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন, ১লা ফেব্রুয়ারি তিনি ব্লিঙ্কিট থেকে তাজা ব্রাউন ব্রেড অর্ডার করেন। তা হাতে পেয়েই তিনি দেখেই পাউরুটির প্যাকেটের ভিতর একটি জ্যান্ত ইঁদুর ঘোরাফেরা করছে। তিনি ডেলিভারি কোম্পানির সাপোর্ট এক্সিকিউটিভের সঙ্গে তার চ্যাটের একটি স্ক্রিনশটও শেয়ার করেছেন। ঘটনার জেরে ক্ষমা চেয়েছে ব্লিঙ্কিট। টুইটে সংস্থা লিখেছে, “ এমন ঘটনার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য আমরা সতর্ক থাকব”।

নীতিন এই ছবি এবং ভিডিও পোস্ট করার পর এই টুইটটি ভাইরাল হয়ে যায়। ১৫ হাজারেরও বেশি বার দেখা হয়েছে ভাইরাল এই টুইটটি। অনেক ব্যবহারকারী গোটা ঘটনায় হতবাক। সেই সঙ্গে অনলাইন ফুড ডেলিভারি সংস্থাগুলিকে আরও বেশি সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন নেটিজেনরা।

Viral Video Trending News
Advertisment