Advertisment

সিলিন্ডারে কয়েনের পাহাড়…! ব্যক্তির কীর্তি এখন জোর চর্চায়

এই কীর্তি এখন জোর চর্চায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Viral,Viral Post,viral video

সিলিন্ডারে কয়েনের পাহাড়...!ব্যক্তির কীর্তি এখন জোর চর্চায়

টাকা জমানোর জন্য অনেকেই নানান পন্থা বেছে নেন। ব্যাঙ্কে টাকা জমানোর পাশাপাশি কেউ লক্ষী ভান্ডারে কেউ আবার পিগি ব্যাঙ্কে টাকা জমাতে পছনদ করেন। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন এক ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে চোখ কপালে নেটপাড়ার। টাকা জমাতে গ্যাস সিলিন্ডারকে কাজে লাগিয়েছেন এক ব্যক্তি। তার এই কীর্তি এখন জোর চর্চায়।

Advertisment

ভাইরাল ভিডিওটি ইন্সটাগ্রামে কিছুদিন আগে শেয়ার করা হয়েছে। ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি একটি এলপিজি সিলিন্ডারকে পিগি ব্যাঙ্কে পরিণত করেছিলেন। সিলিন্ডার কেটে খুলতেই চোখ কপালে নেটপাড়ার। কয়েনের পাহাড় জমে গিয়েছে সিলিণ্ডারের ভিতরে। সিলিন্ডারটি পুরো ১০ টাকার কয়েনে ভরা।

@tusharghongade1234 থেকে পোস্ট করা হয়েছে। ভিডিও এখনও পর্যন্ত ৮ কোটিরও বেশি ভিউ ২৮ লাখ লাইক পেয়েছে। এছাড়া ৪ হাজারের বেশি মানুষ ভিডিওটিতে কমেন্ট করেছেন।

viral
Advertisment