New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/11/cats-98.jpg)
বৃদ্ধের অভিনব এক আইডিয়া সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।
বৃদ্ধের অভিনব এই আইডিয়া সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।
বৃদ্ধের অভিনব এক আইডিয়া সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।
নেটদুনিয়ায় আলোড়ণ ফেলেছে মোবাইল কফি শপ। তাবড় ইঞ্জিনিয়াররাও এমন আবিষ্কারে চমকে উঠেছেন। ইন্টারনেটের দুনিয়ায় মাঝে মধ্যেই এমন কিছু কনটেন্ট সামনে আসে যা মানুষকে রীতিমত অবাক করে। তেমনই এক ভিডিও আলোড়ণ ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। কফি বিক্রি করতে এক বৃদ্ধের অভিনব এক আইডিয়া সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।
ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন যে এক বৃদ্ধ সাইকেলে সম্পূর্ণ কফি সেটআপ সহ কফি বিক্রি করছেন। কফি তৈরির জন্য তাঁর চতুর কৌশল আপনাকে অবশ্যই স্তম্ভিত করবে। তিনি কফির সেই স্বাদ আনতে ব্যবহার করেছেন প্রেসার কুকার।
ভিডিও ক্লিপটি @thegreatindianfoodie নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। যা লক্ষাধিক মানুষ দেখেছেন সকলের তার ধারণার প্রশংসা করছে।