পর্বতে আরোহণ অথবা পাহাড়ে ভ্রমণ প্রত্যেকের জন্যই এক অনন্য অভিজ্ঞতা। দুশ্চিন্তা ও মানসিক চাপ থেকে মুক্তি পেতে পাহাড়ের কোলে শান্ত প্রকৃতি এক মাত্র ভরসা। পর্বতে আরোহনের সময় পাহাড়ের খাড়া ঢাল আর মসৃণতার কারণে পা পিছলে যাওয়ার ভয় থাকে। তাই পাহাড়ে চলাফেরা করার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হয়। আজকাল, একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ভাইরাল হচ্ছে, যা দেখে আপনি চমকে উঠতে বাধ্য।
Advertisment
ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি পাহাড়ের খাড়া ঢাল বেয়ে দ্রুত গতিতে প্রায় দৌড়ে নীচে নামছেন। দুই হাতে ধরা রয়েছে একটি ব্যাগ। এমনকি পাহাড়ের ঢাল বেয়ে নামার সময় কোন অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে দেখা যাচ্ছে না তাকে। তিনি হোঁচট না খেয়ে সাবলীলভাবে হেঁটে চলেছেন। ভিডিওটি দেখার পর অনেকবার মনে হয়েছে লোকটি হয়তো পিছলে পড়ে যাবেন। যদিও তেমন কিছুই হয়নি।
পাহাড়ি এলাকার মানুষদের পাহাড়ে আরোহণ এবং হাঁটার অভিজ্ঞতা রয়েছে। এমনকি বিপজ্জনক এবং পিচ্ছিল রাস্তায়ও তারা খুব আরামে চলাচল করেন। পাহাড়ে হাঁটা পাহাড়ি মানুষের নিত্যদিনের একটি অংশ। এ কারণে তারা এতটুকুও ভয় না পেয়েই এগিয়ে চলেন।
ভিডিওটি সৌদি আরব বা ইয়েমেনের বলে জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দেখে মানুষজন একেবারে অবাক। একজন ব্যবহারকারী বলেছেন, 'তিনি এমনভাবে হাঁটছেন যেন তার কোন বিপদের ভয় নেই।' অপর একজন ব্যবহারকারী বলেছেন, 'এমন মানুষ আমি কখনও দেখিনি।'