New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/cats_0ceb84.jpg)
ক্রিকেটকে স্রেফ একটা খেলা নয়, ক্রিকেট মানে আবেগ।
ক্রিকেটকে স্রেফ একটা খেলা নয়, ক্রিকেট মানে আবেগ।
ক্রিকেটকে স্রেফ একটা খেলা নয়, ক্রিকেট মানে আবেগ।
আপনি হয়ত অগণিত ক্রিকেট অনুরাগীকে দেখেছেন কিন্তু এমন ক্রিকেট ভক্ত আগে কখনও দেখেন নি। এই ভিডিও তোলপাড় ফেলেছে নেটদুনিয়ায়। ভাইরাল ভিডিওটি দেখার পর আপনিও অবাক হতে বাধ্য।
ক্রিকেটকে স্রেফ একটা খেলা নয়, ক্রিকেট মানে আবেগ। বিশ্বকাপ, আইপিএলের ক্রিকেট যেন উৎসবে পরিণত হয়। কেউ ঘরে কেউ আবার স্টেডিয়ামে গিয়ে ম্যাচ উপভোগ করেন। এসবের মাঝে এক ব্যক্তির একটি ভিডিও ভাইরাল হচ্ছে যিনি ম্যাচ দেখতে স্টেডিয়ামে পৌঁছেছেন। কিন্তু তিনি যেভাবে ম্যাচ দেখছেন তা সবাইকে অবাক করেছে।
সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন একাধিক ভিডিও ভাইরাল হয়, কিন্তু মাঝে মাঝে কিছু ভিডিও ভাইরাল হয় যা আমাদের অবাক করার পাশাপাশি হাসাতে বাধ্য করে। এমনই একটি ভিডিও ভাইরাল হচ্ছে। ভিডিওতে দেখা যায়, বিপুল সংখ্যক মানুষ স্টেডিয়ামে বসে ম্যাচ দেখছেন। একজন ব্যক্তি চেয়ারে আরাম করে হেলান আরামে শুয়ে তার ফোনে ম্যাচ দেখছেন। আজ পর্যন্ত আপনি এমন কাউকে দেখেছেন যিনি স্টেডিয়ামে গিয়েও ফোনেই ম্যাচ দেখছেন।
RIP 1800/- ticket 🥹😂
1.5 GB Jio net ✅#LucknowSuperGiants #IPL2024 #IPLonJioCinema pic.twitter.com/i10tvOZLEK— Sunny Boy 👦 (@sunny5boy) March 31, 2024
এই ভাইরাল ভিডিওটি মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম X (আগের টুইটারে) @sunny5boy নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার করা হয়েছে। ভিডিওটি লেখার সময় পর্যন্ত 58 হাজার মানুষ এই ভিডিওটি দেখেছেন।