Trending Video: OLA ইলেকট্রিক স্কুটারে সমুদ্র পারাপারের চেষ্টা! মৃত্যুমুখ থেকে ফিরলেন এই ব্যক্তি, দেখুন হাড়হিম ভিডিও

গভীর সমুদ্রে স্কুটার চালিয়ে পাড়ি দিলেন এক ব্যক্তি। এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

গভীর সমুদ্রে স্কুটার চালিয়ে পাড়ি দিলেন এক ব্যক্তি। এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
"man ran his scooty in Sea, viral video, viral news, trending news"

গভীর সমুদ্রে স্কুটার চালিয়ে পাড়ি দিলেন এক ব্যক্তি। এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Trending Video: ওলা ইলেকট্রিক স্কুটার নিয়ে সমুদ্রে নেমে পড়লেন এক ব্যক্তি। তারপর গভীর সমুদ্রে স্কুটার চালিয়ে পাড়ি দিলেন তিনি। এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Advertisment

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, হেলমেট পরা এক ব্যক্তি তার ইলেকট্রিক স্কুটার নিয়ে সমুদ্রে মেনে পড়েছেন। যদিও তিনি কি করছেন সে সম্পর্কে তিনি বেশ ভালোই সচেতন। এক জায়গায় ঢেউয়ের আঘাতে ভারসামু হারিয়ে গেলেও দমে যাওয়ার পাত্র তিনি নন। তিনি তাঁর ইলেকট্রিক স্কুটার নিয়ে সমুদ্রের গভীরে এগিয়ে যেতে থাকেন। পরের মুহুর্তে, লোকটি স্কুটার নিয়ে গভীর সমুদ্রের ঢেউয়ের ধাক্কার পড়ে যান। এরপর তড়িঘড়ি স্কুটার ঘুরিয়ে পাড়ে ফিরে আসেন তিনি। ভিডিওটি দেখার পর মানুষ তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

আরও পড়ুন : < Viral: উদ্যোগকে সাধুবাদ, নজির গড়লেন রতন টাটা, শুরু পশু হাসপাতালের পথ চলা >

Advertisment

ভিডিওটি @unlimited_amusement নামের একটি অ্যাকাউন্টে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। এখনও অবধি এক কোটি ৪৯ লাখের বেশি মানুষ দেখেছেন এই ভিডিও এবং ৩ লাখেরও বেশি মানুষ লাইক করেছেন। অনেকেই ভিডিওটিতে মন্তব্যও করেছেন। মন্তব্য করতে গিয়ে একজন ব্যবহারকারী বলেন- এভাবে রিল তৈরি করতে গিয়ে এমন মানুষ প্রাণ হারায়।

Viral Video Trending News