স্ত্রী-র সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে। তাই চার বছরের একরত্তি শিশুকে নিয়ে বাবা একই বেরিয়ে পড়লেন। সাইকেলে করে দক্ষিণ চায়না থেকে তিব্বত-২৫০০ মাইল অতিক্রম করলেন সাইকেলে করেই। আর তাঁর এই জার্নির ঘটনাই সাড়া ফেলে দিয়েছে গোটা বিশ্বে।
তাও হাউবেই এবং কন্যা ডউডউ রোডের এই যাত্রার ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাওয়ার পরই ভাইরাল হয়ে গিয়েছে। সেই ভিডিওয় দেখা যাচ্ছে দুজনে বাইসাইকেল চেপে পেরিয়ে যাচ্ছেন মসৃন রাস্তা, পাহাড়, হ্রদ,বরফ প্রান্তর। গাড়ি চালাচ্ছেন হাউবেই। আর পিছনে টডলার সিটে বসে রয়েছে খুদে।
গত এপ্রিলেই মেয়ের চতুর্থ জন্মদিন উপলক্ষ্যে এমন এক ব্যতিক্রমী রোড ট্রিপের পরিকল্পনা করেছিলেন তিনি। গত বছরই বিবাহ বিচ্ছেদ হয় হাওবেইয়ের। তারপর কন্যাকে নিয়ে একাই থাকতেন তিনি।
সেই ভিডিওয় তাঁকে বলতে শোনা যাচ্ছে, "আমি যাত্রা পছন্দ করি। জীবনের অর্থ তো যাত্রাই। কখনো কখনো হয়ত আমরা সমস্যায় পড়ব। তবে আমাদের প্যাডেল চালিয়ে যেতেই হবে। হাল ছেড়ে দিলে চলবে না। প্রতিটা স্টপই হবে তোমার গন্তব্য।"
একটাই মাত্র বাইসাইকেল সঙ্গী করে তারা বেরিয়ে পড়েছিলেন গুয়াংডং থেকে। এরপর তারা ক্রমে ক্রমে পেরিয়ে যায় গুয়ানজি, যুন্নুন। অবশেষে তারা লাসায় পৌঁছায়। এর আগে হাওবেই ২০১৩ সালে লাসায় এসেছিলেন। মেয়ের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই তিনি বেরিয়ে পড়েন। পুরো ম্যাপ এঁকে কোন কোন স্টপেজে থামতে হবে তা আগে থেকেই ঠিক করে রেখেছিলেন। প্রতিদিন ৮-৯ ঘন্টা সাইকেল চালিয়েছেন তিনি।
রোদ ঝলমলে আবহাওয়া হোক বা বৃষ্টি, তুষারপাত! কোনো কিছুই দমাতে পারেনি তাঁদের। তারা পেরিয়ে এসেছেন আস্ত এক ট্রিপ!