চটের তৈরি কুর্তায় নীল নকশা, উরফি জাভেদের 'স্টাইল' নকল করে ভাইরাল যুবক

সোশ্যাল মিডিয়ায় ২ লাখ ৫৭ হাজারের বেশি লাইক এবং ৬৭ লক্ষ মানুষ এই ভিডিওটি দেখেছেন।

সোশ্যাল মিডিয়ায় ২ লাখ ৫৭ হাজারের বেশি লাইক এবং ৬৭ লক্ষ মানুষ এই ভিডিওটি দেখেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Viral Video of Sack Kurta, Trending Video of Sack Kurta, Amazing Video of Sack Kurta, Shocking Video of Sack Kurta, latest tending Video of Sack Kurta, trending Video of Sack Kurta on twitter, trending Video of Sack Kurta on facebook, trending Video of Sack Kurta on instagram, trending Video of Sack Kurta on youtube,

উরফি জাভেদের মতো চটের ব্যাগের তৈরি কুর্তা পরে সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে যুবক, ভিডিও দেখে মজার প্রতিক্রিয়া ব্যবহারকারীদের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ পেয়েছে, যাতে এক যুবককে বস্তা তৈরিতে ব্যবহৃত পাটের তৈরি কুর্তা পরতে দেখা যায়। যা দেখে মজার প্রতিক্রিয়া দিচ্ছেন ব্যবহারকারীরা।

Advertisment

বিশ্ব দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এমন দিনে আমরা রোজই সোশ্যাল মিডিয়ায় অনন্য কিছু দেখতে পাই। বর্তমানে, ফ্যাশন দারুণ ট্রেন্ডি। ফ্যাশন ডিজাইনাররা তাদের নিত্য নতুন তাদের নতুন পোশাক বিশ্বের সামনে তুলে ধরছেন। সম্প্রতি, একই রকম একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে, যা দেখে ব্যবহারকারীরা হতবাক।

উরফি জাভেদ হামেশাই তার আজব পোশাকের কারণে সোশ্যাল মিডিয়ার শিরোনামে আসেন। উরফি জাভেদকে চটের ব্যাগ দিয়ে তৈরি পোশাক পরতে দেখে সকলেই হতবাক। বর্তমানে তার ফ্যাশন ট্রেন্ড ও স্টাইলও নকল করতে দেখা যায় অনেককেই। সম্প্রতি, এক যুবকের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যাতে তাকে চটের বস্তার কাপড়ের তৈরি কুর্তা পরতে দেখা যায়।

ভাইরাল হওয়া ভিডিওটি সোশ্যাল মিডিয়ার অনেক প্ল্যাটফর্মে পোস্ট করা হয়েছে। এটি প্যাটার্নস_143 নামে একটি অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, চটের তৈরি কুর্তা ও পায়জামা পরা এক ব্যক্তিকে। যার হাত ও গলায় নীল রঙের নকশা করা রয়েছে। কুর্তাটিকে বেশ আকর্ষণীয় দেখাচ্ছে। একইসঙ্গে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দ্রুতই ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে।

Advertisment

বর্তমানে সোশ্যাল মিডিয়াতেও ভিডিওটি দ্রুত শেয়ার হচ্ছে। এই খবর লেখা পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ২ লাখ ৫৭ হাজারের বেশি লাইক এবং ৬৭ লক্ষ মানুষ এই ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখার সময় ব্যবহারকারীরা তাদের মজার প্রতিক্রিয়া জানাচ্ছেন।

Viral Video Trending News