scorecardresearch

স্পেশ্যাল ‘ম্যাঙ্গো অমলেট’! খেয়ে দেখবেন নাকি?

আজব রেসিপি ভাইরাল।

Mango omelette, Mango omelette video, Mango omelette video viral, How to make Mango omelette, Where to get Mango omelette, Mango omelette viral video, Mango omelet viral

আপনি একটি খাদ্যরসিক? যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে এই খবরটি আপনারই জন্য। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ভাইরাল হচ্ছে। ভিডিওটি দেখার পর আপনি ক্ষণিকের জন্য অবাক হয়ে যাবেন। ভিডিওতে দেখা যাচ্ছে একজন শেফ বানাচ্ছেন ম্যাঙ্গো অমলেট। নামটা শুনেই অনেকেই ভিরমি খেয়েছেন। অনেকেই ভাবছেন এটা কী ধরনের অমলেট?

অমলেট সকলেরই দারুণ প্রিয়। কিন্তু কস্মিনকালেও ম্যাঙ্গো অমলেটের নাম কেউই শোনেন নি। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একজন শেফকে অমলেট তৈরি করতে দেখা যাচ্ছে। ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন তিনি অমলেট তৈরির সময় তাতে আমের জুস মেশান। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে শেফ অমলেটে ম্যাঙ্গো জুস ঢালছেন। আর রাতারাতি তৈরি স্পেশ্যাল ম্যাঙ্গো অমলেট।

ভিডিওটি শেয়ার করেছেন একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী। ভিডিও নিয়ে মানুষের প্রতিক্রিয়াও সামনে আসছে। একজন ব্যবহারকারী লিখেছেন ‘এমন অমলেটের কথা স্বপ্নেও ভাবিনি’। খবর লেখা পর্যন্ত ভিডিওটি দেখেছেন সাত লাখ মানুষ। ভিডিওটিতে আট হাজারের বেশি লাইক পাওয়া গেছে।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Mango omelet viral video