Advertisment

চক্ষু ছানাবড়া! আমের ডেলিভারি ল্যাম্বরগিনিতে

যে কোভিড -১৯ মহামারীর কারণে ঘরবন্দী বাচ্চাদের আনন্দ দিতে ল্যাম্বপগিনিতে জয় রাইডের ব্যবস্থা করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
দিনের সেরা ভাইরাল: পরীক্ষা বাতিলে হই হুল্লোড়, মন কাড়ল পাঞ্জাবের দম্পতি

রাজার হাবভাব তো রাজার মতোই হবে। ল্যাম্বরগিনি করে ডেলিভার হল আম। যা দেখে অবাক নেট পাড়া। আমের সৌভাগ্য নিয়ে চর্চায় ব্যস্ত নেট নাগরিকরা। এমনটাই নাকি হয় দুবাইতে।

Advertisment

গাল্ফ নিউজের রিপোর্ট অনুসারে, পাকিস্তান সুপার মার্কেটের ব্যবস্থাপনা পরিচালক মহম্মদ জাহানজেব ব্যক্তিগত গাড়িতে আম ডেলিভার করেন। তিনি বিশ্বাস করেন যে "রাজার তো রাজার হাবভাবেই ভ্রমণ করা উচিত"। সর্বনিম্ন ডিএইচ ১০০ এর অর্ডার দিলে গ্রাহকরা ল্যাম্বরগিনি চড়ার সুযোগ এবং ডেলিভারি পাবেন।

জাহানজেব বলেছেন, যে কোভিড -১৯ মহামারীজনিত কারণে ঘরবন্দী বাচ্চাদের আনন্দ দিতে ল্যাম্বপগিনিতে জয় রাইডের ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন ৭ থেকে ৮ টা বাড়িতে আম ডেলিভারি করা হয়।

Read the full story in English

viral viral news
Advertisment