New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/cats-109.jpg)
স্বাদ গন্ধ ও বৈচিত্র্যের কারণে সকল প্রজাতিকে পিছনে ফেলে দিয়েছে মিয়াজাকি প্রজাতির আম।
স্বাদ গন্ধ ও বৈচিত্র্যের কারণে সকল প্রজাতিকে পিছনে ফেলে দিয়েছে মিয়াজাকি প্রজাতির আম।
স্বাদ গন্ধ ও বৈচিত্র্যের কারণে সকল প্রজাতিকে পিছনে ফেলে দিয়েছে মিয়াজাকি প্রজাতির আম।
বিশ্বের সবচেয়ে দামি আম, এক কেজি বিকোচ্ছে লক্ষ লক্ষ টাকায়। এমন আমের ছবি ট্যুইটারে শেয়ার করেছে সংবাদ সংস্থা ANI আর মুহূর্তেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তীব্র দাবদাহে নাজেহাল মানুষজন। তার মাঝেই রয়েছে এল-নিনোর সতর্কবার্তা। তবে এই গরমে মানুষজন চেটেপুটে উপভোগ করছেন হরেক স্বাদের বাহারি আম। তবে স্বাদ গন্ধ ও বৈচিত্র্যের কারণে সকল প্রজাতিকে পিছনে ফেলে দিয়েছে মিয়াজাকি প্রজাতির আম। যার এক কেজি আমের দাম প্রায় তিন লক্ষ টাকা।
Siliguri, West Bengal | World's most expensive mango 'Miyazaki' priced at around Rs 2.75 lakh per kg in International market showcased in Siliguri's three days long 7th edition of the Mango Festival.
The festival kicked off on June 9 at a mall in Siliguri organised by Modella… pic.twitter.com/GweBPkXons— ANI (@ANI) June 10, 2023
আমের রঙ গোলাপি। জন্মস্থান জাপান। দামের কারণে এই প্রজাতির আম এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেণ্ড করছে। সম্প্রতি শিলিগুড়িতে অনুষ্ঠিত হল আম উৎসব। নানা জাতের আমের পসরা ঢেলে সাজানো হলেও সকলের নজর কেড়েছে মিয়াজাকি প্রজাতির আম। খুচরো বাজারে এই আম প্রতি কেজি বিকোচ্ছে ২ লক্ষ ৭৫ হাজার টাকায়।
The unusual ruby-coloured Japanese breed of mango, Miyazaki is said to be world's costliest mango, sold at Rs 2.7 lakh per kg. Parihar a farmer in Jabalpur, Madhya Pradesh has hired three security guards and 6 dogs to secure the two trees. pic.twitter.com/DxVWfjMT8F
— Harsh Goenka (@hvgoenka) July 3, 2022
শিলিগুড়ির একটি মলে ৯ জুন উৎসবের শুরু হয়। ২৬২টিরও বেশি জাতের আম প্রদর্শিত হবে এই উৎসবে। জাপানের এই আম দেখতে যেমন সুন্দর, স্বাদে গন্ধেও এর জুড়ি মেলা ভার। শিল্পপতি হর্ষ গোয়েঙ্কাও এই আমের ছবি দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ভারতে সাধারণত এই প্রজাতির আম পাওয়া বেশ দুর্লভ। তবে মধ্যপ্রদেশের এক ব্যক্তি এই আমের ফলন শুরু করে সকলকে চমকে দিয়েছেন। আর সেই দুর্মূল্য মিয়াজাকি প্রজাতির আম এবার ছুঁয়ে দেখার সুযোগ পেল শিলিগুড়ির মানুষ। চেখে দেখার ইচ্ছা থাকলেও দাম শুনে মানুষজন কিছুটা দুরত্ব বজায় রেখেছেন আমের সঙ্গে। তবে এই প্রজাতির আমের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল।