New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/cats-50.jpg)
৪৫ হাজারেই Maruti 800-এর ভোলবদল, চেহারায় চমকে উঠলো তামাম বিশ্ব
ভিডিওতে গাড়ির ফার্স্ট লুক আপনাকে চমকে দেবে।
৪৫ হাজারেই Maruti 800-এর ভোলবদল, চেহারায় চমকে উঠলো তামাম বিশ্ব
মারুতি সুজুকি শুধু ভারতেই নয় অনেক দেশেই জনপ্রিয়। আমাদের দেশের মানুষজনের মধ্যে Maruti 800 এর ক্রেজ খুব বেশি ছিল একটা সময়ে। এই গাড়ির বুকিং আমাদের দেশে ৯ এপ্রিল ১৯৮৩ সালে শুরু হয়েছিল।
এই গাড়িটি মানুষের কাছে এতটাই জনপ্রিয়তা লাভ করে যে মাত্র ২ মাসেই সংস্থা মুগ্ধ ১.৩৫ লক্ষ গাড়ি বুকিং করেছিল। কিন্তু সময় বদলের সঙ্গে সঙ্গে বদলাতে থাকে মানুষের চিন্তা-ভাবনা। আজও অনেকের কাছে এই গাড়িটি রয়েছে মনের মণিকোঠায়। আজকাল এমন একটি ঘটনা প্রকাশ্যে এসেছে, যা জেনে খুবই অবাক হয়েছেন মানুষজন।
কেরলের বাসিন্দা হাদিফ নামে এক যুবক তার ইউটিউব চ্যানেল ট্রিক্স টিউবে এই গাড়ির বিবরণ শেয়ার করেছেন এবং বলেছে্ন কীভাবে মাত্র ৪৫ হাজারে Maruti 800 গাড়ির ভোলবদল করেন তিনি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে গাড়ির ফার্স্ট লুক আপনাকে চমকে দেবে।
ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন গাড়িটিকে রোলস রয়েস লুক দেওয়া হয়েছে তাও মাত্র ৪৫ হাজার টাকায়। ঝড়ের বেগে ভাইরাল হয়েছে অনন্য এই ভিডিও।