New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/04/viral-4.jpg)
মুম্বই পুলিশ সেই জনপ্রিয় দৃশ্য শেয়ার করে জানাচ্ছে, মাস্ক থাকলে এমন স্টান্টের প্রয়োজন হবে না।
মাস্ক না পরলে যে কী হতে পারে, সে সম্পর্কে অবগত গোটা বিশ্ব। তাই মাস্কের উপকারিতা নিয়ে আলাদা করে বলার বাকি রাখে না। সম্প্রতি মুম্বই পুলিশ মাস্ক নিয়ে একটি মিম তৈরি করেছে। যেখানে উল্লেখ আছে, মাস্ক আছে তো, নইলে শাহরুখ খানের মত স্টান্ট করতে হতে পারে আপনাকে।
করোনা পরিস্থিতিতে কম বেশি সকলেই নস্টালজিয়ায় ভাসছে। মুম্বই পুলিশও বাদ যায় কেন! শাহরুখ খানে ম্যায় হু না ছবির একটি মজার অংশ শেয়ার করেছে। যেখানে অধ্যাপকের থু থু থেকে বাঁচতে রীতিমত স্টান্ট করতে হয়েছিল পড়ুয়া রামকে(শাহরুখ)। মুম্বই পুলিশ সেই জনপ্রিয় দৃশ্য শেয়ার করে জানাচ্ছে, মাস্ক থাকলে এমন স্টান্টের প্রয়োজন হবে না।
.@iamsrk wouldn’t need to do such stunts any longer - Mask Hai Na! pic.twitter.com/8lHfCtJgye
— Mumbai Police (@MumbaiPolice) April 12, 2020
When memer become police officer
???????? https://t.co/ZAD76ic5q5— Shubham Mishra (@shubham_1979) April 12, 2020
Read the full story in English