Advertisment

থালা বাজিয়ে সম্মান জানাতে গিয়ে রাস্তায় নেমে উদ্দাম নাচ দেশবাসীর, ক্ষুদ্ধ নেটিজেনরা

ক্ষুব্ধ হয়েছেন নেটাগরিকদের একটা বড় অংশ। তাদের মন্তব্য, "সারাদিন ঘরে থাকার যে বার্তা দেওয়া হয়েছিল তা মাঠে মারা গেল"। "বুদ্ধি নেই এদের"।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

গতকাল দিনভর জনতা কার্ফুর পর বিকেল পাঁচটায় জরুরি পরিষেবা দেওয়া কর্মীদের ধন্যবাদ ও সম্মান জানাতে বারান্দা থেকে থালা-ঘণ্টা- হাততালি দেওয়ার ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু, জনতা কার্ফু শেষ হওয়া আগেই বিভিন্ন জায়গায় থালা বাজানোর নামে রাস্তায় এসে জমায়েত হয় একাধিক মানুষ। যা দেখে ক্ষুব্ধ হয়েছেন নেটাগরিকদের একটা বড় অংশ। তাদের মন্তব্য, "সারাদিন ঘরে থাকার যে বার্তা দেওয়া হয়েছিল তা মাঠে মারা গেল"। "বুদ্ধি নেই এদের"।

Advertisment

সোশ্যাল ডিসট্যান্সিংয়ের মাধ্যমেই করোনা ভাইরাসকে থামানো সম্ভব। আর সে কারণেই সামাজিক ভির এড়ানোর পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য দফতর। আর তা বজায় রাখতেই জনতা কার্ফুর ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু, সেই সোশ্যাল ডিসট্যান্সিংকে বুড়ো আঙুল দেখাল দেশের একাধিক মানুষ। থালা, বাজনা, বাজি নিয়ে রাস্তায় মিছিল বের করলেন তারা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তার মধ্যে জড়ো হয়ে মহিলা সহ কচি-কাচারা নাচছে, থালা বাজাচ্ছে, এক জায়গা থেকে দল বেঁধে রাস্তা ধরে হেঁটে যাচ্ছে। যা দেখে বেজায় চটে গিয়েছে নেট নাগরিকরা।

coronavirus corona
Advertisment