Advertisment

Viral: বনগাঁ লোকালের মতো ভিড় ব্রিটেনের বাসেও! ভিডিও দেখে কলকাতা-লন্ডনের মিল খুঁজল নেটপাড়া

ভিড়ের মধ্যে রয়েছেন বেশিরভাগ ভারতীয়।

author-image
IE Bangla Web Desk
New Update
london bus, london crowded bus, crowded bus london viral, london bus viral video, viral, Viral Videos, indianexpess,

লন্ডনে এখন বাস ধরার জন্য এখন কলকাতার মতোই ভিড়!

বর্তমানে লন্ডনের একটি বাস স্টপের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এই ক্লিপটি সম্প্রতি 'X'-এ শেয়ার করা হয়েছে। যাতে বাসে উঠতে দেখা যায় গুঁতোগুঁতি করতে দেখা যায় মানুষজনকে। এই ভিড়ের মধ্যে রয়েছেন বেশিরভাগ ভারতীয়। যার মধ্যে মহিলা, পুরুষ এবং বয়স্ক মানুষরা। এই ভিডিও ইন্টারনেটে ভাইরাল হতেই সমালোচনার ঝড়। একজন ব্যবহারকারী লিখেছেন যে লন্ডনে এখন বাস ধরার জন্য এখন কলকাতার মতোই ভিড়!

Advertisment

এই এক মিনিটের ক্লিপটি ১৩ মে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম 'X'-এ পোস্ট করা হয়। এই ক্লিপটি 'রুইসলিপ' বাস স্টপের, যেখানে একটি বাস থামার সঙ্গে সঙ্গেই মানুষকে বাসে চড়তে দেখা যায়, ঠিক হুবহু কলকাতার মতোই। ভিডিওটিতে কয়েকজন বয়স্ক ব্রিটিস মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। দেখেই বোঝা যাচ্ছে তিনি ভয়ে এই ভিড় থেকে দূরে দাঁড়িয়ে আছেন।

এই ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, "'রুইসলিপে' বাসে ওঠার চেষ্টা করা দুর্বলদের জন্য নয়।" এই ক্লিপটি ১৩ মে পোস্ট করা হয়েছিল এবং এখনও পর্যন্ত ১৫ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে৷ একজন ব্যবহারকারী মন্তব্যে বলেছেন, 'এটা কি লন্ডন? আমি ভেবেছিলাম এটি বেঙ্গালুরুর একটি ভিডিও।' আর একজন বলেছেন, সংগঠিত এবং সভ্যভাবে লাইনে দাঁড়াতে সমস্যা কী। আরেক ব্যবহারকারী বলেন, লন্ডনকে আর চিনতে পারছি না।

viral
Advertisment