scorecardresearch

বড় খবর

পঙ্গপালের হামলায় তিতিবিরক্ত মানুষ, ভাইরাল ভিডিও

শহরে হানা দেয় পঙ্গপালের দল। ঝাঁকে ঝাঁকে উড়ে আসে পঙ্গপাল। যার কামড়ে অতীষ্ঠ হয়ে উঠেছেন পাক অধিবাসী।

তছনছ করে দেয় খেত খামার।
”এবার পঙ্গপাল এসে বড়ো ক্ষতি করেছে। ক্ষিতিবাবুর ক্ষেতে একটি ঘাস নেই। অক্ষয়বাবুর বাগানে কপির পাতাগুলো খেয়ে সাঙ্গ ক’রে দিয়েছে। পঙ্গপাল না তাড়াতে পারলে এবার কাজে ভঙ্গ দিতে হবে”। করাচি তে এখন পরিস্থিতি আক্ষরিক অর্থে অনেকটা এরকমই।

গত পরশু অর্থাৎ ১১ নভেম্বর সে শহরে হানা দেয় পঙ্গপালের দল। ঝাঁকে ঝাঁকে উড়ে আসে পঙ্গপাল। শহরের আনাচে কানাচে গিজগিজ করছে এই পোকা। যার কামড়ে অতীষ্ঠ হয়ে উঠেছেন পাক অধিবাসী। রান্নায়, খাবারে পড়ে যায় পঙ্গপাল। তছনছ করে দেয় খেত খামার। যার ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার হওয়া মাত্রই ভাইরাল হয়ে পড়ে।

আরও পড়ুন: ভাইরাল স্বামী-স্ত্রী’র উদ্ভট খেলা! হেসে লুটোপুটি সোশাল মিডিয়া

আরও পড়ুন: খাঁচায় শিশুকে পড়ে যেতে দেখে এগিয়ে এলো গোরিলা তারপর… দেখুন ভিডিও

সংবাদ মাধ্যমে জানা যায়, এই পাকমন্ত্রী পঙ্গপালদের দিয়ে বিরিয়ানি বানানোর পরামর্শ দিয়েছেন।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Massive swarms of locusts