”এবার পঙ্গপাল এসে বড়ো ক্ষতি করেছে। ক্ষিতিবাবুর ক্ষেতে একটি ঘাস নেই। অক্ষয়বাবুর বাগানে কপির পাতাগুলো খেয়ে সাঙ্গ ক’রে দিয়েছে। পঙ্গপাল না তাড়াতে পারলে এবার কাজে ভঙ্গ দিতে হবে”। করাচি তে এখন পরিস্থিতি আক্ষরিক অর্থে অনেকটা এরকমই।
গত পরশু অর্থাৎ ১১ নভেম্বর সে শহরে হানা দেয় পঙ্গপালের দল। ঝাঁকে ঝাঁকে উড়ে আসে পঙ্গপাল। শহরের আনাচে কানাচে গিজগিজ করছে এই পোকা। যার কামড়ে অতীষ্ঠ হয়ে উঠেছেন পাক অধিবাসী। রান্নায়, খাবারে পড়ে যায় পঙ্গপাল। তছনছ করে দেয় খেত খামার। যার ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার হওয়া মাত্রই ভাইরাল হয়ে পড়ে।
আরও পড়ুন: ভাইরাল স্বামী-স্ত্রী’র উদ্ভট খেলা! হেসে লুটোপুটি সোশাল মিডিয়া
In my balcony in #karachi. Massive swarms of locusts! pic.twitter.com/Cp0NeGai1o
— Ayesha Mysorewala (@ayeshamysore) November 11, 2019
Let’s have makkar biryani ???? pic.twitter.com/vkZOite81E
— Raheema Panhwar (@rahima_panhwer) November 11, 2019
আরও পড়ুন: খাঁচায় শিশুকে পড়ে যেতে দেখে এগিয়ে এলো গোরিলা তারপর… দেখুন ভিডিও
— yaseenjaan313 (@yaseenjaan3131) November 11, 2019
সংবাদ মাধ্যমে জানা যায়, এই পাকমন্ত্রী পঙ্গপালদের দিয়ে বিরিয়ানি বানানোর পরামর্শ দিয়েছেন।
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the Latest News in Bangla by following us on Twitter and Facebook
Web Title: