অঙ্ক কী কঠিন! কেঁদে কেটে ভাসালেন মাধ্যমিক পরীক্ষার্থীরা। গতকালই ছিল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা। আর জীবনের প্রথম বড় পরীক্ষায় অঙ্ক নিয়ে বরাবরই টান টান উত্তেজনা থাকে পরীক্ষার্থীদের মধ্যে। এর মাঝেই কঠিন অঙ্ক প্রশ্নপত্রের অভিযোগে কেঁদে ভাসালেন পড়ুয়ারা। সেই সংক্রান্ত একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা গিয়েছে পরীক্ষা হল থেকে বেরিয়ে ক্ষোভে ফেটে পড়েছে শিক্ষার্থীরা। তাদের সকলেরই অভিযোগ, “এমন কঠিন অঙ্কের প্রশ্ন পত্র আমরা একেবারেই আশা করিনি”। এরপর এমন অভিযোগ করলেন পরীক্ষার্থীরা যা শুনে চমকে উঠেছেন নেটপাড়ার মানুষজন। এমন কঠিন প্রশ্ন আসা সত্ত্বেও পরীক্ষা হলে গার্ড ছিল খুবই কড়া। সেই সঙ্গে আক্ষেপের সুরে এক শ্রেণির পড়ুয়াদের অভিযোগ ‘একটুও ঘাড় ঘোড়ানোরও সুযোগ ছিল না আমাদের’! পড়ুয়াদের সেই বিক্ষোভের সঙ্গে একশ্রেণীর অভিভাবকরাও তাতে সামিল হন।
তবে অঙ্কের কঠিন প্রশ্ন প্রসঙ্গে শিক্ষকদের দাবি ‘যারা পড়াশোনায় ভালো, তাদের জন্য প্রশ্ন খুবই ভাল প্রশ্ন হয়েছে। সহজ হয়েছে,আদর্শ প্রশ্ন করার চেষ্টা করা হয়েছে। তবে অনেক পড়ুয়ার অঙ্কের প্রস্তুতিতে একটু খামতি রয়ে গিয়েছে। যারা অঙ্কে একটু দুর্বল তাদের জন্য ‘তিনটি প্রশ্ন’ কঠিন লাগা স্বাভাবিক । সেই সঙ্গে পড়ুয়াদের এমন অভিযোগকে বিশেষ আমল দিতে নারাজ শিক্ষকদের একাংশ।
শিক্ষকরা যাই বলুক না কেন মাধ্যমিকে এবছরের অঙ্কের প্রশ্নপত্র সাংঘাতিক কঠিন হয়েছে বলে দাবি পরীক্ষার্থীদের। পরীক্ষা হল থেকে বেরিয়ে রীতিমতো কান্নায় ভেঙে পড়েন পরীক্ষার্থীরা। জীবনের প্রথম বড় পরীক্ষায় ফেল করার ভয়ে রীতিমতো কাঁদতে থাকেন পড়ুয়ারা। পরীক্ষা শেষে নিউ বারাকপুর কলোনী গার্লসের বাইরের দৃশ্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে কঠিন প্রশ্নপত্রের অভিযোগ এনে রাস্তায় রীতিমত কেঁদে ভাসাচ্ছেন পড়ুয়ারা। সেই সঙ্গে পরীক্ষা হলে কড়া গার্ড নিয়েও সরব হয়েছে তারা। ক্ষোভ উগরে দিয়েছেন অভিভাবকরাও।