New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/cats-293.jpg)
রিল বানাতে ওস্তাদ? এখানে অপেক্ষা করছে আপনার জীবন সঙ্গিনী
চমকে ওঠার মত বিয়ের বিজ্ঞাপন ভাইরাল।
রিল বানাতে ওস্তাদ? এখানে অপেক্ষা করছে আপনার জীবন সঙ্গিনী
বিয়ে নিয়ে হামেশাই নানান মজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তবে আজ একটি বিয়ের বিজ্ঞাপন তোলপাড় ফেলেছে নেটপাড়ায়। একটি মেয়ের দেওয়া বিয়ের বিজ্ঞাপন দেখেই চোখ কপালে সকলের।
বিয়ের বিজ্ঞাপনে নানান ধরণের দাবি দাওয়া পেশ করা হয়ে থাকে। বিজ্ঞাপনে ছেলে-মেয়ের শিক্ষাগত যোগ্যতা, বয়স, পরিবার, চাকুরি, পছন্দ ইত্যাদি নানাবিধ বিষয়ের উল্লেখ থাকে। তবে আজ এমন একটি বিজ্ঞাপন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে যা দেখে কিঞ্চিত অবাক হয়েছেন সকলেই।
আসলে বিয়ের বিজ্ঞাপনটি দিয়েছেন এক তরুণী। যিনি নিজে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। এক কথায় কনটেন্ট ক্রিয়েটার। তিনি তার বিয়ের বিজ্ঞাপনে দাবি করেছেন এমন পাত্র চান তিনি যে রিল বানাতে ও এডিট করতে সাবলীল হবেন।
তিনি বিজ্ঞাপনের বয়ানের লিখেছেন 'একজন রিল মেকিং পাত্র চাই। যে ক্যামেরার সামনে সাবলীল’। বিজ্ঞাপনে আরও লেখা হয়েছে "আমার নাম রিয়া, আমি একজন রিল পার্টনার পাত্র খুঁজছি। তাকে অবশ্যই আমার সঙ্গে একটি রিল করতে হবে”। পাশাপাশি রিয়ার দাবি ছেলেটি যেন যৌথ পরিবারের না হয়। ভিডিও এডিটিং-এও জ্ঞান থাকতে হবে তার।
সোশ্যাল মিডিয়ার যুগে, যেখানে রিল বানানোর প্রবণতা বিদ্যুতের গতিতে বাড়ছে সেখানে এমন বিজ্ঞাপন অবাক করার মত কিছুই নয়, এমনই জানিয়েছেন একশ্রেণির মানুষ।
probably the WILDEST matrimonial ad ever 💀😂 pic.twitter.com/kIMWGhJlW0
— Aayushi Gupta (@Aaayushiiiiiii) October 27, 2023
তবে রিয়া'র বিয়ের বিজ্ঞাপন অনেককেই অবাক করেছে। কারণ তার ভবিষ্যত বরের জন্য বিজ্ঞাপনে সে যে গুণ দাবি করেছে তা বেশ অদ্ভুত। বিয়ের এই বিজ্ঞাপনটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।